বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে
পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকীতে তার স্মৃতির প্রতি এই শ্রদ্ধা জানান তারা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। এ সময় ৩ বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। বিউগলে বাজানো হয় করুণ সুর।
এরপর টুঙ্গিপাড়া সমাধি সৌধ কমপ্লেঙে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে তিনি ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ছেড়ে যান।
বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকীতে তার স্মৃতির প্রতি এই শ্রদ্ধা জানান তারা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। এ সময় ৩ বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। বিউগলে বাজানো হয় করুণ সুর।
এরপর টুঙ্গিপাড়া সমাধি সৌধ কমপ্লেঙে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে তিনি ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ছেড়ে যান।
COMMENTS