শোককে শক্তিতে পরিণত করার দৃঢ় অঙ্গিকার ঘোষণা এবং পলাতক খুনিদের দেশে আনার দাবি জানানোর মধ্য দিয়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সকালে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে শিশুদের কবিতা পাঠ, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা শহরের শিমুলতলীর চতর বাজারে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। স্থানীয় আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাহিদ আহসান রাসেল এমপি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমতউল্লাহ খান, আতাউল্লাহ মন্ডল প্রমুখ।
অপর এক অনুষ্ঠানে জেলা প্রশাসক নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রহমত আলী এমপি, আকম মোজাম্মেল হক এমপি, অ্যাডভোকেট আজমতউল্লাহ খান, অধ্যাপক আয়েশ উদ্দিন, আতাউল্লাহ মন্ডল, আব্দুল হাদী শামীম, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া প্রমূখ।
দুপুরে ভাওয়াল গড় ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজে আলোচনা সভা মিলাদ মাহফিল ও গণ ভোজের আয়োজন করা হয়। ইউনিয়নের আহবায়ক সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট রহমত আলী এমপি। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু হায়দার আহামেদ নাছের। এতে প্রধান অতিথি ছিলেন আডভোকেট আকম মোজাম্মেল হক এমপি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির উদ্যোগে এক আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোসাইটি পরিচালিত কচিকাঁচা একাডেমী, নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয় এবং ইকবাল সিদ্দিকী স্কুলের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সোসাইটির সভাপতি ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন জনাব লক্ষণ দেবনাথ ও সুবীর কুমার শীল। আলোচনাসভা শেষে ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা নূরুল হক।
শ্রীপুর উপজেলা প্রসাশনের উদ্যোগে শেখ মজিবুর রহমানের ৩৮তম শাহাদৎ বার্ষিকী জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে র্যালী ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। শ্রীপুর উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ রহমত আলী, এম.পি। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজীজ হায়দার ভূইয়ার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন , শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন সবুজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগ-এর যুগ্ম সম্পাদক এডভোকেট হারিছ উদ্দিন আহমেদ,শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সামসুল আলম প্রধান, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বুলবুল,শ্রীপুর পৌরসভার মেয়র মোঃ আনিছুর রহমান প্রমুখ।
COMMENTS