গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের শালদই গ্রামে মুক্তা(১৭) নামে এক কলেজ ছাত্রীর গায়ে এসিড নিক্ষেপ করা হয়েছে। প্রেমে সাড়া না পাওয়ায় একই গ্রামের নূরুল ইসলামের ছেলে মহসীন এসিড নিক্ষেপের ঘটনা ঘটায়। ২৬ আগস্ট সোমাবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, গাজীপুর আইডিয়াল কলেজের ছাত্রী মুক্তা কাপাসিয়া শালদই গ্রামের মাঈনুদ্দীনের মেয়ে। তাকে দুই বছর আগে থেকেই একই গ্রামের মহসীন প্রেম নিবেদন করে আসছিল। এতে রাজী রা হওয়ায় সোমবার ভোর চারটার দিকে তার শোবার ঘরে জানালা দিয়ে এসিড নিক্ষেপ করা হয়।
এসিড নিক্ষেপের পর মুক্তা ঘুম থেকে চিৎকার দিলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কী কারণে বা কারা তাকে এসিড নিক্ষেপ করেছে তা জানা যায়নি। এসিডে মুক্তার মুখমন্ডলসহ প্রায় পুরো শরীর ঝলসে গেছে। এ ঘটনায় কোনো গ্রেপ্তার নেই।
COMMENTS