নিঃস্বার্থ ভালোবাসা চলচ্চিত্রের প্রচারে হেলিকপ্টারে করে ঘুরছেন বাংলা চলচ্চিত্রে হালের জনপ্রিয় জুটি অনন্ত-বর্ষা।বুধবার দুপুরে ঢাকা থেকে এই প্রচারাভিযানে পাবনা যান তারা। সেখানে রূপকথা সিনেমা হলে নিঃস্বার্থ ভালোবাসা ছবির প্রচারণায় অংশ নেন।
এ প্রসঙ্গে অনন্ত পাবনা প্রতিনিধিকে বলেন, ‘আমাদের দেশের দর্শকরা সিনেমা দেখতে চায়। কিন্তু দীর্ঘদিন তারা মনের মতো ছবি পায়নি। আমরা চেষ্টা করছি দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে চলচ্চিত্র নির্মাণ করতে। দর্শকদের হলমুখী করতেই আমাদের প্রচারণার কাজে অংশ নেয়া।’
আমাদের পাবনা প্রতিনিধি জানান, অনন্ত-বর্ষার আগমনের খবর শুনে সকাল থেকেই টিপ টিপ বৃষ্টি উপেক্ষা করে উৎসুক দর্শকরা শহরের রূপকথা সিনেমা হল ভিড় জমাতে শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকে একটি ভাড়া হেলিকপ্টারে নায়ক অনন্ত জলিল ও নায়িকা বর্ষা পাবনা স্টেডিয়ামে পৌঁছান। সেখান থেকে রূপকথা সিনেমা হলে পৌঁছালে তাদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান প্রেক্ষাগৃহের মালিক ও ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন।
এসময় ইউনিভার্সাল ফুড লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) অচিন্ত কুমার ঘোষ, পাবলিক রিলেশন অফিসার কেএম ফয়সাল টিটু, রূপকথা প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক শহিদুল ইসলামসহ ইউনিভার্সাল পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে দর্শকদের সঙ্গে মতবিনিময় করেন নায়ক অনন্ত জলিল ও নায়িকা বর্ষা। তারা দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
মতবিনিময় শেষে নায়ক অনন্ত জলিল ও নায়িকা বর্ষা রূপকথা প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে বসে তাদের অভিনীত নিঃস্বার্থ ভালবাসা ছবিটি উপভোগ করেন।
বেলা ৩টার দিকে পাবনা ত্যাগ করেন তারা।
COMMENTS