এবারের ঈদের অডিও বাজার নিয়ে রয়েছে বেশ কিছু বিভ্রান্তি। কারণ প্রত্যেক
শিল্পীই তাদের নিজ নিজ অ্যালবামটিকে হিট বলছেন। কণ্ঠশিল্পী আসিফ বলেন, 'এই
বাজারে ৫ হাজার সিডি বিক্রি হওয়া মানে আগের দুই লক্ষ বিক্রি হওয়ার সমান। আর
এই হিসেবে সবাই নিজেদের মতো করেই আত্মতুষ্টিতে ভুগছেন। তবে সিডি
প্রকাশনার যে একমাত্র প্রতিষ্ঠানটি কমপ্যাক্ট ডিস্ক কপি করে থাকেন তারা
জানালেন ভয়াবহ তথ্য। সর্বসাকুল্যে ঈদের সব অ্যালবাম মিলিয়েও তারা ৫০ হাজার
সিডি এবারের ঈদে কপি করতে পারেননি। তবে বেশ কিছু সিডির রি-অর্ডার আসছে। এর
ভেতরে সিডি তৈরির প্রতিষ্ঠান ওয়ার্ল্ডকম-এর একজন প্রতিনিধি নাম প্রকাশে
অনিচ্ছাশর্তে জানান, 'আসিফের 'এক্স প্রেম', 'আবার হাসিমুখ', মিক্সড
অ্যালবাম 'অমিয়সুধা', শহীদের 'নীল ছোঁয়া', প্রিন্স মাহমুদের
'নিমন্ত্রণ'—এই অ্যালবামগুলোর অর্ডার সন্তোষজনক। এর বাইরে প্রতিটি
অ্যালবামেরই ইন্টারনেটে ফ্রি ডাউনলোড লিংক বেরিয়ে গেছে। এমনকি অবসকিউরের
'ফেরা' অ্যালবামের ইন্টারনেটে পাইরেসি গান বেরিয়েছে অ্যালবামটি রিলিজেরও
আগে। এই বিস্ময়ভরা অডিও ইন্ডাস্ট্রিতে পাইরেটেড নিম্নমানের সাউন্ড বাদ দিয়ে
ভালো শব্দ শোনার তাগিদেই শ্রোতারা সিডি কিনতে উত্সাহী হয়েছেন।
এদিকে শিল্পীরা প্রত্যেকে স্ব-স্ব অ্যালবামকে হিট, সুপারহিট বলে দাবি করেছেন। ওয়ার্ল্ডকমের প্রতিনিধি আরও বলেন, 'এবারের ঈদে বেশ ক'টি অ্যালবাম লোকাল ডিস্ট্রিবিউটরের বাইরে অনলাইন ডিস্ট্রিবিউশন দিয়েছে। এগুলো সারাবছর একটা নির্দিষ্ট অংকে অর্ডারে বিক্রি হয়। এই তথ্য আমরা আর অনলাইন ডিস্ট্রিবিউটর ছাড়া কেউ জানেন না। তাই শুধু বাজারে সিডি বিক্রিই এখন আর অ্যালবামের সফলতা-ব্যর্থতার হিসেবের উপায় নয় এখন।' এ প্রসঙ্গে ফাহিম মিউজিকের কর্ণধার মনির হোসেন বলেন, 'এখন সিডি বিক্রির নানান উপায় তৈরি হয়েছে। এ ছাড়া সিডির কোয়ালিটি অনুযায়ী মূল্যেরও পার্থক্য আছে। যেমন এবারের শিরোনামহীনের সিডির মূল্য ২০০ টাকার ওপরে। তাদের ১০টি সিডিতে যে মুনাফা তা অন্য সিডির ১০০ কপির সমান। তাই সবমিলিয়ে যদি হিট সুপারহিটের অংক কষতে হয় তাহলে এইগুলো মাথায় রেখে সমীকরণ করা উচিত। এখনকার বাজারে ৪ ভাবে অ্যালবাম রেভিন্যু আসছে। ফিজিক্যাল সিডি বিক্রি, অনলাইন সিডি ও গান বিক্রি, আন্তর্জাতিকভাবে গান ও সিডি বিক্রি (বায়বীয় পদ্ধতি) এবং ওয়েলকাম টিউন এবং রিং টোন রেভিন্যু। যেকোনো সিডিরই কিন্তু এই ৪টি ধাপ সফল হয় না। সবমিলিয়ে এই ৪টি ধাপ যখন সফল হবে তখনই তাকে 'হিট' আখ্যা দেওয়া উচিত। কিন্তু এখনকার এই ফেসবুকের যুগে যে যার মতো করে নিজের ঢোল পিটিয়ে বিভ্রান্তির চূড়ান্ত করছে।'
তবে এত বিতর্কের পরও আশার বিষয় হলো, আবারও এই রুগ্ন হয়ে যাওয়া অডিও শিল্প নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। পাশাপাশি বাংলা অ্যালবামে হিন্দি গান প্রচার নিয়ে এরই মধ্যে চ্যানেল টুয়েন্টি ফোরের একটি প্রতিবেদনে এই হিন্দি চর্চার প্রতিবাদ জানিয়েছেন প্রখ্যাত সুরকার-কণ্ঠশিল্পী নকীব খান, ফাহমিদা নবী, গীতিকার জুলফিকার রাসেলসহ অনেকে। তবে এবারের ঈদে দীর্ঘদিন পর আসিফের আবারও গানে ফেরার বিষয়টিকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন। বালাম, রুমী, পড়শীর অ্যালবামগুলো তাদের প্রত্যেকের আগের অ্যালবামের তুলনায় মুখ থুবড়ে পড়লেও অন্য অ্যালবামগুলোর আশানুরূপ সাফল্যে অডিও ইন্ডাস্ট্রির নতুন করে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলে।
০০০০০
এক্স প্রেম
দীর্ঘদিন পর বাজারে আসা 'এক্স প্রেম' পাইরেসি আর ফ্রি ডাউনলোডের বাজারেও সফল অ্যালবাম হিসেবেই শ্রোতা প্রিয়তা পেয়েছে। সিডি বিক্রির অংকে ৩০ হাজারের কোঠা পেরোলেও তা এ সময়ের বাজারের তুলনায় রেকর্ডই বলা চলে।
০০০০০০
আবার হাসিমুখ
প্রায় চারগুণ বেশি মূল্যমানের সিডি বাজারে দিয়েও শহুরে শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছে শিরোনামহীন। সিডি বিক্রিতে ১০ হাজারের কোঠা পেরিয়েছে অনায়াসেই।
০০০০০০
অমিয়সুধা
এবারে ঈদে ব্যয়বহুল ও তারকাসমৃদ্ধ অ্যালবাম হিসেবে আলোচনায় ছিল এই অ্যালবামটি। বিক্রির নোটিশে ৫ হাজারের অংক পেরুনোর পাশাপাশি অনলাইন ও ফিজিক্যাল ডিস্ট্রিবিউশনেও অ্যালবামটি এসেছে সফলতার কাতারে।
০০০০০০
নীলছোঁয়া
অবাক করার মতো ঘটনা হলেও এবারের ঈদে সিডি বিক্রিতে অন্যতম আলোচনায় উঠে এসেছে শহীদের নাম। রুমি, পড়শী তাদের আগের অ্যালবামের তুলনায় এবারে আশা জাগাতে না পারলেও শহীদ তার পুরোনো জনপ্রিয়তাকে অনেকাংশে কাজে লাগিয়েছেন এবারের ঈদে। সিডি বিক্রির নোটিশে অ্যালবামটি রয়েছে ১০ হাজারের কোঠায়।
এদিকে শিল্পীরা প্রত্যেকে স্ব-স্ব অ্যালবামকে হিট, সুপারহিট বলে দাবি করেছেন। ওয়ার্ল্ডকমের প্রতিনিধি আরও বলেন, 'এবারের ঈদে বেশ ক'টি অ্যালবাম লোকাল ডিস্ট্রিবিউটরের বাইরে অনলাইন ডিস্ট্রিবিউশন দিয়েছে। এগুলো সারাবছর একটা নির্দিষ্ট অংকে অর্ডারে বিক্রি হয়। এই তথ্য আমরা আর অনলাইন ডিস্ট্রিবিউটর ছাড়া কেউ জানেন না। তাই শুধু বাজারে সিডি বিক্রিই এখন আর অ্যালবামের সফলতা-ব্যর্থতার হিসেবের উপায় নয় এখন।' এ প্রসঙ্গে ফাহিম মিউজিকের কর্ণধার মনির হোসেন বলেন, 'এখন সিডি বিক্রির নানান উপায় তৈরি হয়েছে। এ ছাড়া সিডির কোয়ালিটি অনুযায়ী মূল্যেরও পার্থক্য আছে। যেমন এবারের শিরোনামহীনের সিডির মূল্য ২০০ টাকার ওপরে। তাদের ১০টি সিডিতে যে মুনাফা তা অন্য সিডির ১০০ কপির সমান। তাই সবমিলিয়ে যদি হিট সুপারহিটের অংক কষতে হয় তাহলে এইগুলো মাথায় রেখে সমীকরণ করা উচিত। এখনকার বাজারে ৪ ভাবে অ্যালবাম রেভিন্যু আসছে। ফিজিক্যাল সিডি বিক্রি, অনলাইন সিডি ও গান বিক্রি, আন্তর্জাতিকভাবে গান ও সিডি বিক্রি (বায়বীয় পদ্ধতি) এবং ওয়েলকাম টিউন এবং রিং টোন রেভিন্যু। যেকোনো সিডিরই কিন্তু এই ৪টি ধাপ সফল হয় না। সবমিলিয়ে এই ৪টি ধাপ যখন সফল হবে তখনই তাকে 'হিট' আখ্যা দেওয়া উচিত। কিন্তু এখনকার এই ফেসবুকের যুগে যে যার মতো করে নিজের ঢোল পিটিয়ে বিভ্রান্তির চূড়ান্ত করছে।'
তবে এত বিতর্কের পরও আশার বিষয় হলো, আবারও এই রুগ্ন হয়ে যাওয়া অডিও শিল্প নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। পাশাপাশি বাংলা অ্যালবামে হিন্দি গান প্রচার নিয়ে এরই মধ্যে চ্যানেল টুয়েন্টি ফোরের একটি প্রতিবেদনে এই হিন্দি চর্চার প্রতিবাদ জানিয়েছেন প্রখ্যাত সুরকার-কণ্ঠশিল্পী নকীব খান, ফাহমিদা নবী, গীতিকার জুলফিকার রাসেলসহ অনেকে। তবে এবারের ঈদে দীর্ঘদিন পর আসিফের আবারও গানে ফেরার বিষয়টিকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন। বালাম, রুমী, পড়শীর অ্যালবামগুলো তাদের প্রত্যেকের আগের অ্যালবামের তুলনায় মুখ থুবড়ে পড়লেও অন্য অ্যালবামগুলোর আশানুরূপ সাফল্যে অডিও ইন্ডাস্ট্রির নতুন করে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলে।
০০০০০
এক্স প্রেম
দীর্ঘদিন পর বাজারে আসা 'এক্স প্রেম' পাইরেসি আর ফ্রি ডাউনলোডের বাজারেও সফল অ্যালবাম হিসেবেই শ্রোতা প্রিয়তা পেয়েছে। সিডি বিক্রির অংকে ৩০ হাজারের কোঠা পেরোলেও তা এ সময়ের বাজারের তুলনায় রেকর্ডই বলা চলে।
০০০০০০
আবার হাসিমুখ
প্রায় চারগুণ বেশি মূল্যমানের সিডি বাজারে দিয়েও শহুরে শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছে শিরোনামহীন। সিডি বিক্রিতে ১০ হাজারের কোঠা পেরিয়েছে অনায়াসেই।
০০০০০০
অমিয়সুধা
এবারে ঈদে ব্যয়বহুল ও তারকাসমৃদ্ধ অ্যালবাম হিসেবে আলোচনায় ছিল এই অ্যালবামটি। বিক্রির নোটিশে ৫ হাজারের অংক পেরুনোর পাশাপাশি অনলাইন ও ফিজিক্যাল ডিস্ট্রিবিউশনেও অ্যালবামটি এসেছে সফলতার কাতারে।
০০০০০০
নীলছোঁয়া
অবাক করার মতো ঘটনা হলেও এবারের ঈদে সিডি বিক্রিতে অন্যতম আলোচনায় উঠে এসেছে শহীদের নাম। রুমি, পড়শী তাদের আগের অ্যালবামের তুলনায় এবারে আশা জাগাতে না পারলেও শহীদ তার পুরোনো জনপ্রিয়তাকে অনেকাংশে কাজে লাগিয়েছেন এবারের ঈদে। সিডি বিক্রির নোটিশে অ্যালবামটি রয়েছে ১০ হাজারের কোঠায়।
COMMENTS