বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বাঁধন। লাক্স-চ্যানেল আই সুপার স্টার দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু। তারপর অভিনয়ের মাধ্যমে দর্শক হৃদয়ে। অভিনয় জীবনের ক্যারিয়ার নিয়ে যখন অন্যরা তুমুল ব্যস্ততায়, বাঁধন তখন ব্যস্ত তার একমাত্র সন্তান পায়রাকে নিয়ে। সন্তান ছাড়া আর কিছুই গুরুত্বপূর্ণ নয় এখন তার কাছে। তবু দর্শকের কাছে দায়বদ্ধ বলে সময় দিচ্ছেন অভিনয়ে। টুকটাক কাজ করছেন। এসব জানতে মঙ্গলবার সন্ধ্যায় তার সঙ্গে কথা বলেছেন বাংলামেইলের বিনোদন করেসপন্ডেন্ট রুদ্র হক।
এ মুহূর্তে কী করছেন?
বাচ্চা নিয়ে ব্যস্ত। আমার একটাই মেয়ে। নাম মিশেল অমানি পায়রা।
অভিনয় নিয়ে কি ব্যস্ততা যাচ্ছে?
অভিনয় নিয়ে ব্যস্ততা বলতে ... টিভিতে আমার তিনটা ধারাবহিক যাচ্ছে। জীবন সংসার, আকাশ মেঘে ঢাকা এবং তবুও জীবন নামে তিনটি ধারাবাহিকে কাজ করছি। এসব নিয়েই ব্যস্ত।
অভিনয়ের বাইরের ব্যস্ততা?
অভিনয়ের বাইরে আরটিভির জন্য একটি রান্নার অনুষ্ঠানে কাজ করছি। আর টুকটাক বিজ্ঞাপন, সিঙ্গেল নাটক, এইতো ...।
পর্দায় উপস্থিতি কম কেন?
বাচ্চার জন্য আমি কাজ কমিয়ে দিয়েছি। সবার আগে আমার বাচ্চা। ওকে যোগ্য মানুষ হিসেবে তৈরি করতে চাই। ওকে অনেক বেশি সময় দেয়া হয়। এজন্য কাজ খুব কম করছি। বেছে বেছে ভালো কাজ করার চেষ্টা করছি।
অভিনেত্রী হিসেবে সন্তানকে সময় দেয়া এবং অভিনয় চালিয়ে যাওয়াকে কি সাংঘর্ষিক মনে করছেন?
সাংঘর্ষিক ঠিক বলা যাবে না। তবে বাচ্চাকে প্রায়োরিটি দিয়েই আমি আমার কাজ করছি। শ্যুটিংয়ে আমি এখন আর অনেক রাত করতে পারি না। আগেই ডিরেক্টরদের বলে রাখি। তবে কাজের সংখ্যা খুব কমিয়ে দিয়েছি, যাতে বাচ্চার সমস্যা না হয়।
অভিনয়ের ব্যাপারে আপনার আগ্রহ তৈরি হলো কীভাবে?
আমার শুরুটা আসলে লাক্স-চ্যানেলআই সুপার স্টার দিয়ে। এরপরই অভিনয়ে আসা। কিন্তু আমি বলতে চাই আমার আসলে অভিনেত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই। সম্পূর্ণ নিজের পরিশ্রম আর দর্শকদের ভালোবাসায় আজ আমি এ পর্যায়ে আসতে পেরেছি। এখন মনে হয় অভিনয়ে আরো অনেক কিছু করার বাকি আছে।
আপনার প্রত্যাশা অনুযায়ী ভালো কাজ করতে পেরেছেন?
আমার শুরুটা অনেক দুর্বল ছিলো। আমি তখন কেবল বুঝতে চেষ্টা করছিলাম। এখন মনে হয় আগের কাজগুলো এখন করতে পারলে ভালো হতো।
আপনার করা কাজগুলোর মধ্যে প্রিয় কাজের কথা বলুন।
আমি আসলে আমার প্রিয় কাজ পাইনি। ভালো কাজ পাইনি। এর কারণ শুরুর দিকে আমি প্রধান চরিত্রে খুব কমই কাজ করতে পেরেছি। আমাকে কেন্দ্র করে গল্প খুব একটা পাইনি। কিন্তু এখন পাচ্ছি। এখন ভালো লাগছে। তবে শুরুর দিকে হুমায়ূন আহমেদের সঙ্গে বেশকিছু কাজ নিশ্চই আমার ভালো লাগার কাজ। তিব্বতের একটা অ্যাড করেছিলাম, ওটাও ভালো লাগে আমার।
আপনাকে সবসময় ঘরকেন্দ্রীক চরিত্রে দেখা যায় কেন?
এটা আমি জানি না। এটা হয়ে যাচ্ছে। ছোটবেলা থেকেই আমি খেয়াল করেছি, সবার কাছে আমাকে ‘বউ বউ’ লাগে। পরিচালকদের ও মনে হয় তাই। প্রায় নাটকেই আমাকে ঘরের বউ হয়ে কাজ করতে হচ্ছে।
কী ধরণের চরিত্রে কাজ করতে চান?
আমি এবার চ্যালেঞ্জিং ক্যারেক্টারে কাজ করতে চাই। আর ঘরকেন্দ্রীক চরিত্রে কাজ করতে চাই না। চেহারা থেকে ‘লক্ষ্মীবউ’ ভাবটা মুছে ফেলতে চাই। একটু আনকমন কাজ করবো বলে ভাবছি।
ঈদে কোনো কাজ করছেন?
রুম্মান রশীদের রচনায় আরেফিনের পরিচালনায় একটা কাজ করছি। সেম ক্যারেক্টার। বউ চরিত্রে। তবে মারামারি, ঝগড়া-ঝাঁটি, খুনসুটিতে ভরা হাসির নাটক। আশা করছি দর্শদের ভালো লাগবে।
চলচ্চিত্রের ব্যাপারে চিন্তা-ভাবনা কী?
চলচ্চিত্রে কাজ করবো। তবে এখনই নয়। বাচ্চাটা আরেকটু বড় হোক তারপর। দুটি ডিজিটাল চলচ্চিত্রের ব্যাপারে আলোচনা হয়েছিলো কিন্তু করবো না বলেই ভাবছি।
দর্শকদের কিছু বলবেন?
দর্শকদের জন্যই আসলে আমার এতদূর আসা। দর্শকরা আমাকে গ্রহণ করতে পারছেন বলেই আমি আজ পর্যায়ে। সবসময় তাদের কাছে আমার কৃতজ্ঞতা। শত বাধার মধ্যেও দর্শকদের জন্যই এখনো কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও করবো আশা করছি।
এ মুহূর্তে কী করছেন?
বাচ্চা নিয়ে ব্যস্ত। আমার একটাই মেয়ে। নাম মিশেল অমানি পায়রা।
অভিনয় নিয়ে কি ব্যস্ততা যাচ্ছে?
অভিনয় নিয়ে ব্যস্ততা বলতে ... টিভিতে আমার তিনটা ধারাবহিক যাচ্ছে। জীবন সংসার, আকাশ মেঘে ঢাকা এবং তবুও জীবন নামে তিনটি ধারাবাহিকে কাজ করছি। এসব নিয়েই ব্যস্ত।
অভিনয়ের বাইরের ব্যস্ততা?
অভিনয়ের বাইরে আরটিভির জন্য একটি রান্নার অনুষ্ঠানে কাজ করছি। আর টুকটাক বিজ্ঞাপন, সিঙ্গেল নাটক, এইতো ...।
পর্দায় উপস্থিতি কম কেন?
বাচ্চার জন্য আমি কাজ কমিয়ে দিয়েছি। সবার আগে আমার বাচ্চা। ওকে যোগ্য মানুষ হিসেবে তৈরি করতে চাই। ওকে অনেক বেশি সময় দেয়া হয়। এজন্য কাজ খুব কম করছি। বেছে বেছে ভালো কাজ করার চেষ্টা করছি।
অভিনেত্রী হিসেবে সন্তানকে সময় দেয়া এবং অভিনয় চালিয়ে যাওয়াকে কি সাংঘর্ষিক মনে করছেন?
সাংঘর্ষিক ঠিক বলা যাবে না। তবে বাচ্চাকে প্রায়োরিটি দিয়েই আমি আমার কাজ করছি। শ্যুটিংয়ে আমি এখন আর অনেক রাত করতে পারি না। আগেই ডিরেক্টরদের বলে রাখি। তবে কাজের সংখ্যা খুব কমিয়ে দিয়েছি, যাতে বাচ্চার সমস্যা না হয়।
অভিনয়ের ব্যাপারে আপনার আগ্রহ তৈরি হলো কীভাবে?
আমার শুরুটা আসলে লাক্স-চ্যানেলআই সুপার স্টার দিয়ে। এরপরই অভিনয়ে আসা। কিন্তু আমি বলতে চাই আমার আসলে অভিনেত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই। সম্পূর্ণ নিজের পরিশ্রম আর দর্শকদের ভালোবাসায় আজ আমি এ পর্যায়ে আসতে পেরেছি। এখন মনে হয় অভিনয়ে আরো অনেক কিছু করার বাকি আছে।
আপনার প্রত্যাশা অনুযায়ী ভালো কাজ করতে পেরেছেন?
আমার শুরুটা অনেক দুর্বল ছিলো। আমি তখন কেবল বুঝতে চেষ্টা করছিলাম। এখন মনে হয় আগের কাজগুলো এখন করতে পারলে ভালো হতো।
আপনার করা কাজগুলোর মধ্যে প্রিয় কাজের কথা বলুন।
আমি আসলে আমার প্রিয় কাজ পাইনি। ভালো কাজ পাইনি। এর কারণ শুরুর দিকে আমি প্রধান চরিত্রে খুব কমই কাজ করতে পেরেছি। আমাকে কেন্দ্র করে গল্প খুব একটা পাইনি। কিন্তু এখন পাচ্ছি। এখন ভালো লাগছে। তবে শুরুর দিকে হুমায়ূন আহমেদের সঙ্গে বেশকিছু কাজ নিশ্চই আমার ভালো লাগার কাজ। তিব্বতের একটা অ্যাড করেছিলাম, ওটাও ভালো লাগে আমার।
আপনাকে সবসময় ঘরকেন্দ্রীক চরিত্রে দেখা যায় কেন?
এটা আমি জানি না। এটা হয়ে যাচ্ছে। ছোটবেলা থেকেই আমি খেয়াল করেছি, সবার কাছে আমাকে ‘বউ বউ’ লাগে। পরিচালকদের ও মনে হয় তাই। প্রায় নাটকেই আমাকে ঘরের বউ হয়ে কাজ করতে হচ্ছে।
কী ধরণের চরিত্রে কাজ করতে চান?
আমি এবার চ্যালেঞ্জিং ক্যারেক্টারে কাজ করতে চাই। আর ঘরকেন্দ্রীক চরিত্রে কাজ করতে চাই না। চেহারা থেকে ‘লক্ষ্মীবউ’ ভাবটা মুছে ফেলতে চাই। একটু আনকমন কাজ করবো বলে ভাবছি।
ঈদে কোনো কাজ করছেন?
রুম্মান রশীদের রচনায় আরেফিনের পরিচালনায় একটা কাজ করছি। সেম ক্যারেক্টার। বউ চরিত্রে। তবে মারামারি, ঝগড়া-ঝাঁটি, খুনসুটিতে ভরা হাসির নাটক। আশা করছি দর্শদের ভালো লাগবে।
চলচ্চিত্রের ব্যাপারে চিন্তা-ভাবনা কী?
চলচ্চিত্রে কাজ করবো। তবে এখনই নয়। বাচ্চাটা আরেকটু বড় হোক তারপর। দুটি ডিজিটাল চলচ্চিত্রের ব্যাপারে আলোচনা হয়েছিলো কিন্তু করবো না বলেই ভাবছি।
দর্শকদের কিছু বলবেন?
দর্শকদের জন্যই আসলে আমার এতদূর আসা। দর্শকরা আমাকে গ্রহণ করতে পারছেন বলেই আমি আজ পর্যায়ে। সবসময় তাদের কাছে আমার কৃতজ্ঞতা। শত বাধার মধ্যেও দর্শকদের জন্যই এখনো কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও করবো আশা করছি।
COMMENTS