স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস
পালন উপলক্ষে গাজীপুর শহরে শহর আওয়মী লীগের উদ্যোগে এক আলোচনা সভা
বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. জাহিদ
আহসান রাসেল এমপি।
অন্যান্য অতিথি ছিলেন গাজীপুর জেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক এড. আজমত উল্লা খান, গাজীপুর সদর থানা আওয়ামী লীগের
সভাপতি মো. বারিক মিয়া, সাধারণ সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল, শহর আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক মো. রফিজউদ্দিন রফিজ, নবনির্বাচিত কাউন্সিলর জবে আলী,
জান্নাতুর রহমান জান্নাত, শওকত আলম, মহিলা কাউন্সিলর জুলি প্রমুখ।
সভাপতিত্ব করেন গাজীপুর শহর আওয়ামী লীগের
সভাপতি এড. মো. ওয়াজউদ্দিন মিয়া। বক্তারা সংক্ষিপ্ত বক্তৃতায় বঙ্গবন্ধুর
বিদেশে পলাতক খুনিদের বাংলার মাটিতে এনে ফাঁসির রায় অতিসত্ত্বর কার্যকর
করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
প্রধান অতিথি মো. জাহিদ আহসান রাসেল এমপি
বক্তৃতায় বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘটেছিল ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়। ওই
দিন সপরিবারে প্রাণ হারিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান। সেদিনের বর্বরোচিত হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুর সঙ্গে প্রাণ
হারান সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব, পুত্র শেখ কামাল ,
পুত্র শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধু সুলতানা কামাল ও পারভীন
জামাল, ভাই আবু নাসের, বঙ্গবন্ধুর নিরাপত্তা অফিসার কর্নেল জামিল।
তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙালির অস্তিত্বের
সঙ্গে মিশে আছেন। সেই সঙ্গে প্রতিটি বাঙালির কাছে চিরভাস্বর হয়ে থাকবেন।
জাতি ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে। এ শোক দিবস হচ্ছে শোককে
শক্তিতে রূপান্তর করে আমাদের সামনের দিনগুলোর জন্য অঙ্গীকার নেয়ার দিন।
বঙ্গবন্ধুর আর্দশ ও দর্শন কার্যকর এবং
বাস্তবায়ন প্রসঙ্গে মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, যার যার অবস্থান থেকে
যদি আমরা যার যার দাযিত্ব পালন করি তা হলেই একদিন বঙ্গবন্ধুর স্বপ্নের
শোষণহীন বাংলাদেশ গড়া সম্ভব হবে।
সোনার বাংলা গড়া প্রসঙ্গে তিনি বলেন,
বঙ্গবন্ধুর ন্যায় আমিও বলবো সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই। সোনার
মানুষ সৃষ্টি করতে হলে বঙ্গবন্ধুর আদর্শ ও রাজনৈতিক দর্শন বাস্তবায়ন করতে
হবে বলে তিনি মন্তব্য করেন।
বঙ্গবন্ধুর ভাষণে শিক্ষিত সমাজই সবচেয়ে
দুর্নীতিগ্রস্ত বলে যে উচ্চারণ করেছিলেন বঙ্গবন্ধুর ভাষণের হুবহু উদ্ধৃতি
দিয়ে মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন “করাপশন আমার বাংলার কৃষকরা করে না।
করাপশন আমার বাংলার মজদুররা করে না। করাপশন করি আমরা শিক্ষিত সমাজ।”
বঙ্গবন্ধুর পক্ষেই এ রকম বক্তব্য দেয়া সম্ভব বলে মন্তব্য করেন প্রধান অতিথি মো. জাহিদ আহসান রাসেল এমপি।
বাংলাদেশের স্বাধীনতা উত্তর বঙ্গবন্ধুর
সাড়ে তিন বছরের উন্নয়ন ও যুদ্ধের ৯ মাস বিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠনমূলক
কর্মকাণ্ডের চিত্র সংক্ষিপ্তাকারে তুলে ধরেন তরুণ রাজনীতিবিদ মোঃ জাহিদ
আহসান রাসেল এমপি।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু নিজের জীবনের
জন্য কখনো কিছু করেননি। যা করেছেন বাংলার দুঃখী মানুষের জন্য। বিদেশে
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে, এর বিকল্প
কিছুই নেই বলে মন্তব্য করেন তিনি।
এদিকে এ আলোচনা সভায় বঙ্গবন্ধু কন্যা শেখ
হাসিনার নেতৃত্বে সরকারের বিগত চার বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডও তুলে ধরে
বক্তব্য রেখেছেন প্রধান অতিথি মো. জাহিদ আহসান রাসেল এমপি।
আলোচনা পর্বের শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে এক গণভোজের আয়োজন করে গাজীপুর শহর আওয়ামী লীগ।
COMMENTS