এবার ঈদে মুক্তি পাচ্ছে বর্ষা অভিনীত স্মরণকালের শ্রেষ্ঠ ধোলাই নামে একটি
নতুন বিজ্ঞাপনচিত্র। ভয় পাবেন না এ ধোলাই মানুষের প্রতি না। ধোলাই নোংরা
কাপড় পরিস্কারের জন্য। এর আগে বর্ষা ঢাকাই চলচ্চিত্রে অনেক চরিত্রেই অভিনয়
করেছেন। এর কোনোটি প্রেমিকা, কোনোটি নিপাট সংসারী মেয়ের। আবার কখনোবা
প্রতিবাদী নারীর রূপে। কিন্তু এরকম অ্যাকশন দৃশ্যে এই প্রথম অভিনয় করলেন
বর্ষা। স্মরণকালের শ্রেষ্ঠ ধোলাই-এ বর্ষাকে দেখা যাবে একজন লড়াকু গৃহবধু
চরিত্রে, যিনি লড়ছেন নোংরা আর নোংরামীর বিরুদ্ধে।
স্মরণকালের শ্রেষ্ঠ ধোলাই বিজ্ঞাপনচিত্রটি ঈদের দিন সকাল ১১ টা ৩০ মিনিটে একযোগে প্রচার হবে দেশের সব টেলিভিশন চ্যানেলে ।
স্মরণকালের শ্রেষ্ঠ ধোলাই বিজ্ঞাপনচিত্রটি ঈদের দিন সকাল ১১ টা ৩০ মিনিটে একযোগে প্রচার হবে দেশের সব টেলিভিশন চ্যানেলে ।
COMMENTS