স্টুডেন্ট অব দ্য ইয়ার'খ্যাত বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের নতুন কোনো ছবি মুক্তি না পেলেও বরাবরই মিডিয়ার সুনজরে রয়েছেন। কখনও ফিল্মি, কখনও ব্যক্তিগত খবরের আলোতে জমিয়েছেন ভক্তদের মেলা। সম্প্রতি একটি নতুন খবরে আবারও সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন আলিয়া। তার অন্তরঙ্গ দৃশ্যের একটি ভিডিও ক্লিপ অনলাইনে লিক হওয়ায় তুমূল অলোচনার ঝড় উঠেছে বলিউডে। তবে এটি তার ব্যক্তিগত কোনো ভিডিও ক্লিপ নয়।
ইমতিয়াজ আলী পরিচালিত 'হাইওয়ে' শিরোনামের এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন রণদীপ হুদা। আলোচনার কারণ হলো, একেবারে নগ্নাবস্থায় দু'জনই এই দৃশ্যে অভিনয় করেছেন। অনেকেই শঙ্কায় আছেন, এই দৃশ্যটি সেন্সর হয় কি না!
COMMENTS