![]() |
ছবিঃ আর্কাইভ থেকে নেয়া |
গাজীপুরের কালিয়াকৈরে জমি দখলকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মৌচাক ইউনিয়নের উলুসারা গ্রামে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার আটাবহ ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল আলীমের বড় ভাই সিরাজুল ইসলাম ১০/১২ জন লোক নিয়ে উপজেলার মৌচাক ইউনিয়নের উলুসারা গ্রামের আনোয়ার হোসেন গংদের দখলীয় সম্পত্তি জবর দখল করার চেষ্টা করে। এ সময় জমির মালিক আনোয়ার হোসেন তার পরিবারের অন্যান্য লোকজন নিয়ে বাঁধা দিলে উভয় পক্ষে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়। আহতদের মধ্যের কালিয়াকৈর থানার উলুসাড়া গ্রামের আলী হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৮), কালিয়াকৈর থানার উলুসাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আব্দুস সামাদ(২৭), কালিয়াকৈর থানার উলুসাড়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে কাজিম উদ্দিনকে (৬৫ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে কালিয়াকৈর মামলার প্রস্তুতি চলছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে উপজেলার আটাবহ ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল আলীমের বড় ভাই সিরাজুল ইসলাম ১০/১২ জন লোক নিয়ে উপজেলার মৌচাক ইউনিয়নের উলুসারা গ্রামের আনোয়ার হোসেন গংদের দখলীয় সম্পত্তি জবর দখল করার চেষ্টা করে। এ সময় জমির মালিক আনোয়ার হোসেন তার পরিবারের অন্যান্য লোকজন নিয়ে বাঁধা দিলে উভয় পক্ষে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়। আহতদের মধ্যের কালিয়াকৈর থানার উলুসাড়া গ্রামের আলী হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২৮), কালিয়াকৈর থানার উলুসাড়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আব্দুস সামাদ(২৭), কালিয়াকৈর থানার উলুসাড়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে কাজিম উদ্দিনকে (৬৫ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে কালিয়াকৈর মামলার প্রস্তুতি চলছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত আনোয়ার হোসেন জানায়, তাদের দখলে থাকা জমি দীর্ঘ দিন ধরেই জবর দখলের চেষ্টা চালাচ্ছে আলীম চেয়ারম্যান ও তার আত্মীয়রা। দুপুরে ১০/১২ জন লোক নিয়ে তার ভাই জমিতে গিয়ে দখল নিতে চায়। বাঁধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। আহতদের হাসপাতালে দেখতে আসলে কাজিম উদ্দিনের উপর চেয়ারম্যান স্বশরিরে উপস্থিত থেকে হামলা চালায়।
চেয়ারম্যান আলীম অভিযোগ স্বীকার করে বলেন, সংঘর্ষের কথা শুনেছি, আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন।
COMMENTS