জয়দেবপুর-ঢাকা রুটে ডেমু ট্রেন উদ্বোধন করলেন
রেলমন্ত্রী মজিবুল হক এমপি। বৃহস্পতিবার সকাল ১১টায় গাজীপুরের জয়দেবপুর
রেলওয়ে স্টেশনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ ট্রেন যাত্রার উদ্বোধন
করেন তিনি।
এ উপলক্ষে স্টেশন চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, সরকার যখন রেলের উন্নয়নে কাজ করছে, তখন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া জামায়াত-শিবিরকে উস্কানি দিয়ে আগুন দিয়ে, নাশকতা চালিয়ে রেলখাতকে ধ্বংস করছেন।
এ উপলক্ষে স্টেশন চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, সরকার যখন রেলের উন্নয়নে কাজ করছে, তখন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া জামায়াত-শিবিরকে উস্কানি দিয়ে আগুন দিয়ে, নাশকতা চালিয়ে রেলখাতকে ধ্বংস করছেন।
সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার আহবান জানিয়ে তিনি বলেন, সীমিত সম্পদ ও লোকবল দিয়ে রেলপথ এবং ট্রেন রক্ষা করা যাচ্ছে না, তাই জনসাধারণকে এসব ধ্বংসাত্মক কাজ রুখতে হবে। তিনি খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, ১০ বছর রেলের উন্নয়ন করেননি, কোন ট্রেন আনেননি, কোচ আনেননি, আর এখন তিনি ক্ষমতায় গেলে রেলের উন্নয়নের কথা বলছেন। তিনি জনগণকে ফাঁকি দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার অপপ্রয়াস চালাচ্ছেন। মিথ্যা বলে, জনগণকে ধোকা দিয়ে ক্ষমতায় যাবার সুযোগ নেই।
রেলমন্ত্রী বলেন, সরকার রেলমন্ত্রণালয় গঠনের পর ৩৮টি প্রকল্প হাতে নিয়েছে। ১৮ হাজার ৩১০ কোটি টাকায় ২০ বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন রেললাইন নির্মাণ অব্যাহত রয়েছে।
চীন থেকে আমদানি করা ডিজেল-ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা ডেমু ট্রেনটি এই রুটে প্রতিদিন দুইবার চলবে।
রেলওয়ের যুগ্মসচিব সুনিল চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেল, জেলা পরিষদের প্রশাসক আক্তারুজ্জামান, রেলওয়ে মহাপরিচালক প্রকৌশলী আবু তাহের, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক তফাজ্জল হোসেন, শহর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া প্রমুখ।
জয়দেবপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো: জিয়া উদ্দিন সরদার জানান, বৃহস্পতিবার থেকে জয়দেবপুর-ঢাকা রুটে ডেমু (উঊগট) ট্রেন সার্ভিস চালু হলো। দিনে চার বার ট্রেনটি ঢাকা-জয়দেবপুরে আসা-যাওয়া করবে। ট্রেন সকাল ৯টা ১৫ মিনিটে ও দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যথাক্রমে সকাল ১০টা ২০ মিনিটে ও দুপুর ১টা ৫৫ মিনিটে জয়দেবপুর পৌছবে। আবার জয়দেবপুর থেকে সকাল ১০টা ৪০ মিনিট ও দুপুর ২টা ২০ মিনিটে ছেড়ে যথাক্রমে দুপুর ১২ টা এবং বিকেল ৩টা ৪০ মিনিটে ঢাকা পৌছেবে। এতে ৪টি বগিতে এক সঙ্গে ৬০০ যাত্রী ভ্রমন করতে পারবেন। ভাড়া জনপ্রতি ২০টাকা। তবে এখনো চূড়ান্ত ভাড়া নির্ধারণ করা হয়নি।
গত ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সর্ব প্রথম চালু করেন আধুনিক ডেমু ট্রেন।
ঢাকা-নারায়ণগঞ্জের পর চট্টগ্রাম-লাকসাম, চট্টগ্রাম ফৌজদারহাট এবং সর্ব শেষ
গত ২১ জুলাই ময়মনসিংহ-জয়দেবপুর রুটে যাত্রা শুরু করে ডেমু ট্রেন, ২০ আগস্ট
কুমিল্লা-আখাউড়া-ঢাকা-আখাউড়া রুটে উদ্বোধন শেষে আজ ২২ আগস্ট
ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডিজেল
ইলেক্ট্রিক মাল্টিপল ইউনিট (ডেমু) ট্রেন।
COMMENTS