নোবেল জয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনুস সরাসরি রাজনীতিতে আসছেন। দলের নাম দিয়েছেন ‘গ্রামীণ পার্টি বাংলাদেশ’ (জিপিবি)।
আগামী সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারেন কয়েকটি ব্লগ ও সোশ্যাল মিডিয়া ফেইসবুকে এমন তথ্য ব্যাপক আলোড়ন সৃষ্টি করলেও এ সম্পর্কে কোন কিছুই জানেন না বলে জানিয়েছে ড. মুহাম্মদ ইউনুস।
আগামী সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজনৈতিক দলের ঘোষণা দিতে পারেন কয়েকটি ব্লগ ও সোশ্যাল মিডিয়া ফেইসবুকে এমন তথ্য ব্যাপক আলোড়ন সৃষ্টি করলেও এ সম্পর্কে কোন কিছুই জানেন না বলে জানিয়েছে ড. মুহাম্মদ ইউনুস।
তিনি এসব অপপ্রচারে উদ্বেগ প্রকাশ করে বলেন, আমার সম্পর্কে কিছুদিন যাবত একটি শক্তিশালী মহল প্রকাশ্যে অপপ্রচার চালাচ্ছে। এর ধারাবাহিকতায় আমি নতুন রাজনীতিতে আসছি, নতুন দল করেছি এরকম বিভ্রান্তি মূলক প্রচার চালানো হচ্ছে।
ড. ইউনুস আরও বলেন, আমি গ্রামীণ পার্টি বাংলাদেশ (জিপিবি) নামের কোন দল গঠন করিনি। আমি এ দলের সম্পর্কে কিছুই জানি না।
আপনি তৃতীয় শক্তি হিসেবে আসছের কিনা এমন প্রশ্নের জবাবে ইউনুস বলেন, আমি প্রথম বা তৃতীয় শক্তি হয়ে আসতে চাই না। কিন্তু আমি চাই বাংলাদেশে সুষ্ঠ নির্বাচন ও রাজনীতি সংঘাত বন্ধ হোক।
ভবিষ্যতে আপনি সরাসরি রাজনীতিতে আসবেন কিনা এমন প্রশ্নের জবাবে ড. ইউনুস বলেন, এখন তেমন কিছু বলতে পারছি না। তবে সময় উপযোগী সিদ্ধান্ত দেশবাসীকে জানিয়ে দিব। গোপনে তৃতীয় শক্তি হওয়ার ইচ্ছে আমার নেই।
COMMENTS