আপনার ফেসবুক আইডি আপনার কাছে সবকিছু । আপনার জীবনটাও জড়িয়ে আছে এখানে । কিন্তু বদ হ্যাকাররা আপনার আবেগের মূল্য বুঝবে না । আর তাই আপনাকে ফেসবুক ব্যবহারের সময় লক্ষ রাখতে হবে আপনার একাউন্ট যাতে নিরাপদে থাকে ।
আপনার একাউন্ট যাতে নিরাপদে থাকে তাই নিচের বিষয়গুলো খেয়াল রাখতে পারেন।
১) আপনার ইমেইল আর ফেসবুকের পাসওয়ার্ড যাতে একই না হয় এদিকে খেয়াল রাখুন।
২) ফেসবুকের পাসওয়ার্ডটি যাতে অন্তত দশ ক্যারেকটারের হয় এদিকে খেয়াল রাখুন।
৩) পাসওয়ার্ডে নানা ধরনের বিরাম চিন্হ
,স্পেস ,নাম্বার এবং সবচেয়ে ভালো হয় শেষে স্পেস ব্যবহার করলে ।
পাসওয়ার্ডে স্পেস ব্যবহার করলে সুবিধা হয় আপনি যদি ফিসিং এর শিকার হন
তবুও আপনার প্রকৃত পাসওয়ার্ড হ্যাকার পাবে না । ফিসিং হচ্ছে একটি হ্যাকিং
এর সহজ পদ্ধতি । এই সাইট গুলো চেনার উপায় হলো শর্ট url ব্যবহার করে যেমনঃ
face.book.com, f.b.com ইত্যাদি। এটি দেখতে প্রায় ফেসবুকের লগিন পেজের মতো
করে সাজানো হয়। কিন্তু আপনি যখন ভালো করে খেয়াল করলে দেখবেন ফেসবুকের
লগিন পেজের সাথে এর অনেক পার্থক্য রয়েছে । তাছাড়া ফেসবুক অথোরিটি ফিসিং
ঠেকাতে কিছুদিন পরপর হোম পেজের পরিবর্তন আনে।
৪) ফোন কোড ভেরিফিকেশন চালু রাখতে পারেন এতে হ্যাকারের সাধ্য নাই যে আপনার আইডিতে ঢোকে।
৫) ব্রাউজার ভেরিফিকেশন চালু রাখুন এবং
রিমোট লগিন চালু রাখুন । রিমোট লগ ইনের সুবিধা আপনি এক জায়গা থেকে লগ আউট
দিলে লগিন থাকা সব জায়গা থেকে লগ আউট হয়ে যাবে।
৬) শর্টেন করা ইউআরএল ক্লিক করলেন ।এরপর যদি বলে ফেসবুকে লগিন করতে , তাহলে করবেন না। এটা ফিসিং এর অংশ।
৭) বিশ্বস্ত এপলিকেশন ছাড়া আজে বাজে প্রলুব্ধ কারী এপলিকেশনের ধারে কাছেও যাবেন না ।
৮) অন্যের ব্রাউজারে পাস সেভ রাখবেন না ।
COMMENTS