সোশাল জায়ান্ট ফেইসবুককে কেন্দ্র করে তৈরি হচ্ছে নানা সামগ্রী। তবে এবারই প্রথম বাজারে এসেছে ফেইসবুক নেইল পলিশ। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, নেইল পলিশটির নাম দেওয়া হয়েছে সোশাল বাটারফ্লাই ব্লু।
নেইল পলিশটি তৈরির বিষয়টির পেছনে ফেইসবুক ছিল বলে জানিয়েছে ম্যাশএবল। এ বছরের শুরু থেকেই এটি বিক্রি হচ্ছিল। কিন্তু জোর প্রচারণার অভাবে তেমন কেউ জানত না এ ব্যাপারটি। কিন্তু সম্প্রতি হাফিংটন পোস্টের নির্বাহী টেক সম্পাদক বিয়ানকা বস্কার এ নেইল পলিশটির একটি ছবি টুইটারে পোস্ট করেন। এরপরই বিশ্ববাসী জানতে পারে এর কথা।
ফেইসবুক নেইল পলিশের প্যাকেটে কিন্তু ফেইসবুকের কোনো লোগো নেই। এর বদলে সাধারণ একটি ছোট প্রজাপতির ছবি ব্যবহার করা হয়েছে প্যাকেটটিতে। সোশাল বাটারফ্লাই ব্লু নামের এ নেইল পলিশটির দাম পড়বে চার ডলার ৯৫ সেন্ট।