নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে যে কোনো সময় যে কোনো স্থানে বিএনপি আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ফখরুল বলেন, ‘সরকার যদি চায়, ড. মোহাম্মদ ইউনূসের মতো আমরাও আলোচনায় রাজি। আমাদের অবস্থান স্পষ্ট। আমরা যে কেনো সময় যে কোনো জায়গায় আলোচনায় প্রস্তুত।’
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ফখরুল বলেন, ‘সরকার যদি চায়, ড. মোহাম্মদ ইউনূসের মতো আমরাও আলোচনায় রাজি। আমাদের অবস্থান স্পষ্ট। আমরা যে কেনো সময় যে কোনো জায়গায় আলোচনায় প্রস্তুত।’
তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে বর্তমান সঙ্কট নিরসনের সর্বোত্তম উপায় হচ্ছে, জাতীয় সংসদের আগামী অধিবেশনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিল এনে সংবিধান সংশোধন করা। এছাড়া নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে যদি অন্য কোনো ধারণা থাকে তবে তা নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করা যেতে পারে। সংলাপের জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে।’
ফখরুল বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সরকার যে সঙ্কট সৃষ্টি করেছে, তা তাদেরকেই সমাধান করতে হবে।’
জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সংলাপ প্রস্তাব ব্যর্থ হলে দেশে সাংবিধানিক সঙ্কট তৈরি হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির ভারপ্রাপ্ত এ মহাসচিব বলেন, ‘বান কি মুনের ফোনআলাপের পরেই আমরা জানিয়ে দিয়েছি, যে কোনো জায়গায় সরকারের সঙ্গে আলোচনায় রাজি। তবে আলোচনা হতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আযাদ ও নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম প্রমুখ উপস্থিত ছিলেন।
COMMENTS