খাদ্যমন্ত্রী ড.মো. আব্দুর রাজ্জাক বলেছেন, হেফাজতে ইসলামীরা ধর্মকে ব্যবহার করে দেশকে অন্ধকার ও বর্বর যুগের দিকে নিয়ে যেতে চাচ্ছে। নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আর মওদুদীরা হলো জ্ঞানপাপী। তারা গণতন্ত্র ধ্বংসের বড় কুশীলব এবং খালেদা জিয়ার উপদেষ্টা। এরাই রাজনীতির দূর্বৃত্তায়ন করছে।
গতকাল বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু কৃষিবিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনাসভার প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.মো. মাহবুবর রহমান। বক্তব্য রাখেন, অ্যাডভোকেট রহমত আলী এমপি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপানা সম্পাদক মোজাম্মেল বাবু, সুচিন্তা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ-ই-আরাফাত প্রমূখ। এতে স্বাগত বক্তব্য রাখেন, প্রফেসর ড. মো. জিন্নাতুল আলম।
খাদ্যমন্ত্রী আরো বলেন, এ দেশ ছিল চির দূর্ভিক্ষের দেশ। এখন দেশ খাদ্যে নিরাপত্তার দেশে পরিণত হয়েছে। বিশ্বে খাদ্যে নিরাপত্তার রুল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু অনেক বড়মাপের মানুষ ছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশকে অসম্প্রদায়িক ও সুখী-সমৃদ্ধ করে গড়ে তোলার। কিন্তু ১৯৭৫ থেকে ৯৬ পর্যন্ত সময়ে স্বাধীনতার চেতনাকে ও মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলন্ঠিত ও ধ্বংস করা হয়েছে। মিথ্যাচারের ভিত্তিতে দেশকে রাজনৈতিকভাবে বিভক্ত করা হয়েছে।
বিশেষ অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, বাংলাদেশে ইসলামকে কেউ যদি সবচেয়ে বেশি মূল্যায়ন করে থাকেন তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, টঙ্গীর বিশ্ব এজতেমার মাঠ বরাদ্দ, কাকরাইল মসজিদের জমি দিয়েছেন বঙ্গবন্ধু । বঙ্গবন্ধু এ দেশে মদ-জুয়া নিষিদ্ধ করেছেন। ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে বঙ্গবন্ধু রাজনীতি করেননি। আর এখন ধর্মকে ব্যবহার করা হচ্ছে ভোটের রাজনীতিতেও।
অনুষ্ঠানের মূখ্য আলোচক ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু বলেন, ১৯৭৫সালের ১৫ আগষ্টের পরে দেশে বিভক্তির রাজনীতি ও অপরাজনীতি শুরু হয়েছে। বাংলাদেশে এখন প্রয়োজন জাতীয় ঐক্যে। তবে খুনীদের সাথে ঐক্য নয়। খুনীদের বিচারের মাধ্যমে ঐক্য স্থাপন করতে হবে।
COMMENTS