গাজীপুর বকেয়া বেতনের দাবীতে শনিবার এক পোশাক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। এসময় শ্রমিকদের হামলায় কারখানার উৎপাদন ব্যবস্থাপক আমিনুল ইসলাম (৩৫) আহত হয়েছে। গাজীপুর মহানগরের পানিশাইল এলাকার মাছিহাতা সোয়েটার ফ্যাক্টরী লিমিটেড নামের কারখানার এ ঘটনা ঘটে ।
কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের পানিশাইল এলাকার মাছিহাতা সোয়েটার ফ্যাক্টরী লিমিটেড নামের কারখানায় প্রতি মাসের ২০ তারিখে তাদের বেতন পরিশোধ করা হয়। মালিকপক্ষ নির্দিষ্ট দিনে চলতি আগস্ট মাসের বেতন ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তা পরিশোধ করেনি।
কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের পানিশাইল এলাকার মাছিহাতা সোয়েটার ফ্যাক্টরী লিমিটেড নামের কারখানায় প্রতি মাসের ২০ তারিখে তাদের বেতন পরিশোধ করা হয়। মালিকপক্ষ নির্দিষ্ট দিনে চলতি আগস্ট মাসের বেতন ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তা পরিশোধ করেনি।
এঘটনায় কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবীতে বৃহস্পতিবার সকাল থেকে বকেয়া বেতনের দাবীতে তারা কর্মবিরতি শুরু করে।
শনিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে আবারও একই দাবীতে শ্রমিকেরা কর্মবিরতি শুরু করে। এক পর্যায়ে শ্রমিকেরা কারখানার সামনের জিরানী-কাশিমপুর সড়ক অবরোধের চেষ্টা করে। পরে পুলিশের অনুরোধে সড়ক অবরোধ থেকে বিরত থাকে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন জানান, কারখানার আট হাজার শ্রমিক কর্মবিরতি পালনের সময় উৎপাদন ব্যবস্থাপক আমিনুল ইসলামের সাথে শ্রমিকদের বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে শ্রমিকেরা আমিনুল ইসলামকে পিটিয়ে আহত ও কারখানার ভেতর ভাংচুর করে।
আহত আমিনুল ইসলামকে কারখানা ব্যবস্থাপনায় চিকিৎসা দেওয়া হয়েছে। শ্রমিকদেরকে রবিবার বেতন ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা দুপুর দুইটার দিকে কারখানা ছেড়ে চলে যায়। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কারখানা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
COMMENTS