কারখানায় ফাটল দেখা দেয়ায় এবং শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে গাজীপুরে আলাদা দু’টি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
শ্রমিক বিক্ষোভের জের ধরে সোমবার সকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে পোশাক কারখানা দুটি ছুটিতে ঘোষণা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহানগরের তেলিপাড়া এলাকায় এসকিউ ক্রিস্টাল সেলসিয়াস নামের কারখানার ৬ষ্ঠ ও ১০ম তলায় ফাটল দেখা দেয়। এরই মধ্যে রোববার ১০ম তলার দেয়াল ধসে পড়ায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। সোমবার সকালে শ্রমিকরা কারখানায় এসে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্ট করে। পরে বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ কারখানাটি দুই দিনের ছুটি ঘোষণা করে। কারখানাস্থলে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রমিক বিক্ষোভের জের ধরে সোমবার সকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে পোশাক কারখানা দুটি ছুটিতে ঘোষণা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহানগরের তেলিপাড়া এলাকায় এসকিউ ক্রিস্টাল সেলসিয়াস নামের কারখানার ৬ষ্ঠ ও ১০ম তলায় ফাটল দেখা দেয়। এরই মধ্যে রোববার ১০ম তলার দেয়াল ধসে পড়ায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। সোমবার সকালে শ্রমিকরা কারখানায় এসে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্ট করে। পরে বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ কারখানাটি দুই দিনের ছুটি ঘোষণা করে। কারখানাস্থলে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।
কারখানার সিনিয়র এক্সিকিউটিভ সোহেল রানা জানান, পুরো ১০ তলা বিশিষ্ট ওই কারখানার যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। তারপরও ফাটল দেখা দেয়ায় বিষয়টি বিজিএমইএ ও গাজীপুর সিটি করপোরেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের রিপোর্টের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
গাজীপুর শিল্পপুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এদিকে মহানগরীর কোনাবাড়ি এলাকার জেএল ফ্যাশন কারখানায় ৪ জন শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে শ্রমিকরা বিক্ষোভ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই কারখানা সোমবারের জন্য ছুটি ঘোষণা করা হয়।
গাজীপুর শিল্পপুলিশের ওসি কবীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাঁটাইকৃত ৪ শ্রমিককে শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত হয়েছে।
COMMENTS