গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নান, ৫৭ জন
কাউন্সিলর ও ১৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর আজ রোববার সিটি করপোরেশনের
দায়িত্ব নেবেন। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে সিটি করপোরেশনের
পক্ষ থেকে সকালে শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে মেয়র, কাউন্সলর ও মহিলা কাউন্সিলদের সংবর্ধনা দেয়া হবে।
৬ই জুলাই নবগঠিত এই সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ১৪ দলীয় জোট প্রার্থী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আজমত উল্লা খানকে লক্ষাধিক ভোটে হারিয়ে ১৮ দলীয় জোট প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মান্নান মেয়র পদে বিজয়ী হন। মেয়র অধ্যাপক এম এ মান্নান গ্রাম সরকার প্রধান থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পরে সংসদ সদস্য হয়ে প্রতিমন্ত্রী ছিলেন। প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকাকালে তিনি গাজীপুর মহিলা কলেজ, কোনাবাড়ি কলেজ, পুবাইল আদর্শ কলেজ প্রতিষ্ঠাসহ জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ-মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, রাস্তা, ব্রীজ, কালভার্ট নির্মাণ ও উন্নয়নে অবদান রেখেছেন। জেলা শহরের একটি বাইপাস সড়কের সূচনাও করেছিলেন তিনি।
৬ই জুলাই নবগঠিত এই সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে ১৪ দলীয় জোট প্রার্থী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আজমত উল্লা খানকে লক্ষাধিক ভোটে হারিয়ে ১৮ দলীয় জোট প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক মান্নান মেয়র পদে বিজয়ী হন। মেয়র অধ্যাপক এম এ মান্নান গ্রাম সরকার প্রধান থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পরে সংসদ সদস্য হয়ে প্রতিমন্ত্রী ছিলেন। প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকাকালে তিনি গাজীপুর মহিলা কলেজ, কোনাবাড়ি কলেজ, পুবাইল আদর্শ কলেজ প্রতিষ্ঠাসহ জেলার বিভিন্ন স্কুল, কলেজ, মসজিদ-মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, রাস্তা, ব্রীজ, কালভার্ট নির্মাণ ও উন্নয়নে অবদান রেখেছেন। জেলা শহরের একটি বাইপাস সড়কের সূচনাও করেছিলেন তিনি।
COMMENTS