গাজীপুরের কাপাসিয়ায় গাজীপুর আইডিয়াল কলেজের ছাত্রী সৈয়দা মাহমুদা মুক্তার উপর এসিড নিক্ষেপকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আইডিয়াল কলেজ ও প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মহানগরের শিববাড়ি মোড় গাজীপুর আইডিয়াল কলেজের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে গাজীপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
সৈয়দা মাহমুদা মুক্তা(১৭) গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের শালদই গ্রামের মইনুদ্দিনের মেয়ে।
মুক্তা এ বছর গাজীপুর আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.৪ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। প্রায় ২ বছর আগে থেকেই তাকে একই গ্রামের যুবক মহসীন প্রেম নিবেদন করে আসছিল। প্রেমে সারা না দেওয়ায় গত সোমবার ভোরে নিজ কক্ষে ঘুমিয়ে থাকা মুক্তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এসিডে মুক্তার মুখ মন্ডলসহ প্রায় শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। এসময় মুক্তার চিৎকারে আশপাশের লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সৈয়দা মাহমুদা মুক্তা(১৭) গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের শালদই গ্রামের মইনুদ্দিনের মেয়ে।

COMMENTS