জামায়াতকে নিশ্চিহ্ন করার সরকারী ষড়যন্ত্রে ও বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলতে গাজীপুর জেলায় জামায়াতে উদ্যোগে শুক্রবার শতাধিক পয়েন্টে একযোগে লিফলেট বিতরণ করা হয়েছে। গাজীপুর পৌর জামায়াতের উদ্যোগে সকাল ১০টায় সিটি কর্পোরেশনের বাসস্ট্যান্ড এলাকায় গাজীপুর পৌর জামায়াতের আমীর মোঃ খায়রুল হাসানের নেতৃত্বে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা এসএম ছানাউল্লাহ। এসময় জামায়াত নেতা সাদেকুজ্জামান সহনেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনের জয়দেবপুর বাজার, রাজবাড়ী রোড, ছায়াবীথি, রথখোলা, ধান গবেষণা, কৃষি গবেষণা, তিন সড়ক, চান্দনা চৌরাস্তা,বোর্ডবাজার, শিমুলতলী, কানাইয়া, নীলের পাড়া,কোনাবাড়ি, শালনা, বাসন, মালেকের বাড়ি,ভোগড়া, কড্ডা,তেলিপাড়া,ভোড়া, বাঙ্গালগাছ সহ ৪০টি পয়েন্টে এবং জেলার কালিয়াকৈর, টঙ্গী, শ্রীপুর, কাপাসিয়া ও কালিগঞ্জ উপজেলার শতাধিক পয়েন্টে স্থানীয় জামায়াতের নেতা-কর্মীরা একযোগে লিফলেট বিতরণ করেন।
COMMENTS