গাজীপুরের কালীগঞ্জে বুধবার রাতে বিএনপির নেতাকর্মীরা এক সাংবাদিকের ওপর হামলা করে বেধড়ক মারধর করেছে।
হামলাকারীরা এ সময় তার কাছ থেকে মোটরসাইকেল, ক্যামেরা, মোবাইল ও টাকা নিয়ে গেছে।
গুরুতর আহত কালীগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও আমার দেশের স্থানীয় প্রতিনিধি মো. রফিকুল ইসলামকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে রফিকুল ইসলাম কালীগঞ্জ প্রেস ক্লাব থেকে মোটরসাইকেলযোগে মোক্তারপুর গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে জামালপুর সিনেমা হল এলাকায় বিএনপি নেতা মনিরুজ্জামান খান লাবলুর নেতৃত্বে আবদুল গাফ্ফার ও নাজমুলসহ ৮-১০ জন সশস্ত্র যুবক তার গতিরোধ করে এবং রফিককে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
হামলাকারীরা রফিকের মোটরসাইকেল, ক্যামেরা, মোবাইল ও প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত রফিককে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কালীগঞ্জ থানার ওসি নাজমুল হক ভূঁইয়া হামলার সত্যতা স্বীকার করে বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
অপরদিকে গাজীপুর জেলা বিএনপি সভাপতি একেএম ফজলুল হক মিলন জানান, মনিরুজ্জামান খান লাবলু জেলা বিএনপির পল্লী ও সমবায় বিষয়ক সহসম্পাদক। ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটলেও তা মিটিয়ে ফেলার চেষ্টা চলছে।
COMMENTS