এক শীর্ষ সন্ত্রাসী ও তার বাহিনীর বিচার দাবীতে বিক্ষোভ করেছে কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের শত শত ভূক্তভোগী মানুষ। গত বুধবার বিকেলে চাঁদপুর বাজার সংলগ্ন হাই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাও. ফায়জুল কবির সিদ্দিকী, নজরুল ইসলাম আকন্দ, ছোলাইমান মোড়ল, আঃ রশীদ মোড়ল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এলাকাবাসী জানায়, কাপাসিয়ার অন্যতম শীর্ষসন্ত্রাসী, ছাত্রলীগ ক্যাডার জামান মোড়ল (৩২) ও তার বাহিনীর অত্যাচারে তারা অতিষ্ঠ। এ বাহিনী হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ সহ একের পর এক অপকর্ম করেই চলছে। এলাকাবাসি তাদের হাতে জিম্মি। কাপাসিয়া থানায় এদের বিরুদ্ধে অসংখ্য মামলা থাকলেও অজ্ঞাত কারণে কোন ব্যবস্থাই নেয়া হচ্ছে না।
গত ৯ আগস্ট পবিত্র ঈদুল ফিতরের দিন চাঁদাবাজির উদ্দেশ্যে জামানের নেতৃত্বে সন্ত্রাসীরা বড়পুশিয়া গ্রামের আফছার উদ্দিন, আক্তার হোসেন ও মাসুমকে চাপাতি দিয়ে আঘাত করে গুরুতর আহত করলে আশংকাজনক অবস্থায় আফছারউদ্দিনকে কাপাসিয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় (কাপাসিয়া থানার মামলা নং- ২৫, তাং ১৪/০৮/২০১৩ ইং)। ঈদের আগের দিন জামান বাহিনী প্রকাশ্য দিবালোকে প্রতিপক্ষ আমজাদ হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ৩ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইল সেট ও চার্জার লাইট সহ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে তিনি কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গত ১৭ আগস্ট দুপুরে সন্ত্রাসী জামান চাঁদপুর এমদাদুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. লোকমান হেকিম সরকারকে পথে আটকিয়ে হামলার চেষ্টা করলে এলাকাবাসী বাঁধা দেয়। ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসী জামানের বিচার দাবীতে মাদরাসার শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করে।
গত ২২ জুলাই গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ সানাউল্লাহর গাড়িবহরে সন্ত্রাসী জামানের নেতৃত্বে হামলার চেষ্টা হলে এলাকায় নিন্দা ও ক্ষোভের ঝড় উঠে। জামান বাহিনী দুই লক্ষ টাকা চাঁদা দাবী করায় বড়পুশিয়া গ্রামের হযরত আলী এর প্রতিকার চেয়ে গত ১৮ মে মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৪) সিমিন হোসেন রিমির নিকট লিখিত আবেদন জানান। জামান মোড়ল কাপাসিয়ার যুবদল নেতা সাইফুল ইসলাম হত্যা মামলার তালিকাভূক্ত প্রধান আসামী (কাপাসিয়া থানার মামলা নং ০৮, তাং ০৯/০৩/২০১২ ইং)। হত্যা মামলা সহ বিভিন্ন অভিযোগ থাকা সত্বেও উপজেলা চেয়ারম্যান ও প্রভাবশালী কিছু মহলের প্রশ্রয়ের কারণে থানা প্রশাসন বার বার আশ্বাস দিয়েও জামান মোড়ল ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে এলাকাবাসী অভিযোগ করেন।
COMMENTS