গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার বিকেলে বীর উজলী বাজারে আইন শৃঙ্খলার উন্নতির লক্ষে মতবিনিময় সভা করেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম, বীর উজলী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, এসআই এ বি সিদ্দিক, ইউপি সদস্য আব্দুল খালেক প্রমূখ।
এ ছাড়া এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন মসজিদের ঈমামগন উপস্থিত ছিলেন। সহকারী পুলিশ সুপার শাহরিয়ার এলাকার সকলকে আইন মেনে চলার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতার আহবান জানান।
এ ছাড়া এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন মসজিদের ঈমামগন উপস্থিত ছিলেন। সহকারী পুলিশ সুপার শাহরিয়ার এলাকার সকলকে আইন মেনে চলার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতার আহবান জানান।
COMMENTS