গাজীপুর জেলার কালীগঞ্জে সংবাদকর্মীর উপর সস্ত্রাসী হামলার প্রতিবাদে গাজীপুর ও কালীগঞ্জ সাংবাদিকদের যৌথ মানববন্ধন।
জানাযায়, বৃহস্পতিবার বিকালে গাজীপুর পুলিশ সুপার (এসপি) অফিসের কার্যালয় সংলগ্ন কেবি মার্কেটের সামনে দৈনিক আমার দেশ পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম রফিকের উপর অতর্কিত সস্ত্রাসী হামলার প্রতিবাদে কালীগঞ্জ ও গাজীপুর সাংবাদিকদের যৌথ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জানাযায়, বৃহস্পতিবার বিকালে গাজীপুর পুলিশ সুপার (এসপি) অফিসের কার্যালয় সংলগ্ন কেবি মার্কেটের সামনে দৈনিক আমার দেশ পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম রফিকের উপর অতর্কিত সস্ত্রাসী হামলার প্রতিবাদে কালীগঞ্জ ও গাজীপুর সাংবাদিকদের যৌথ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মানববন্ধনে সাংবাদিক, মানবাধিকার কর্মী, বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী ও সুশিল সমাজের নেতৃবৃন্ধ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত ১৪ আগষ্ট রাতে কালীগঞ্জ প্রেস কাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকা কালীগঞ্জ প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম রফিক পেশাগত দায়িত্ব পালন শেষে মোটর সাইকেল যোগে নিজ বাড়ী ফেরার পথে উপজেলার জামালপুর কলেজ মোড়ে মোঃ মনিরুজ্জামান খান লাভলু একদল সন্ত্রাসী নিয়ে তার মোটর সাইকেলের গতিরোধ করে। লাভলু’র নির্দেশে সন্ত্রাসীরা দেশিয় অস্ত্রে সজ্জিদ হয়ে সাংবাদিককে অতর্কিত হামলা করে মূমূর্ষ অবস্থায় রাস্তায় ফেলে রেখে চলে যায়। এ সময় সন্ত্রাসীরা তার ব্যবহৃত মোটর সাইকেল ভাংচুর করে। ১টি ডিজিটাল ক্যামেরা, ১টি মোবাইল ফোন ও নগদ ১৩ হাজার ৬ শত টাকা নিয়ে যায়। এ ব্যাপারে গত ১৫ আগষ্ট কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং ১০।
COMMENTS