আগামী ৪ অক্টোবর দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর ভর্তি পরীক্ষা হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এ বি এম আবদুল হান্নান মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন।
এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এ বিষয়ে এক বৈঠকের পর বলেছিলেন , “আমরা ঈদের আগেই ভর্তি প্রক্রিয়া শেষ করতে চাই। এ কারণে অক্টোবরের প্রথম সপ্তাহেই ভর্তি পরীক্ষা নেয়া হবে। তারিখ পরে জানিয়ে দেয়া হবে।”
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এবারো আগের বছরের নিয়মেই ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষা পদ্ধতিতে কোনো ধরনের পরিবর্তন আনা হচ্ছে না।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এ বি এম আবদুল হান্নান মঙ্গলবার সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন।
এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এ বিষয়ে এক বৈঠকের পর বলেছিলেন , “আমরা ঈদের আগেই ভর্তি প্রক্রিয়া শেষ করতে চাই। এ কারণে অক্টোবরের প্রথম সপ্তাহেই ভর্তি পরীক্ষা নেয়া হবে। তারিখ পরে জানিয়ে দেয়া হবে।”
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এবারো আগের বছরের নিয়মেই ভর্তি পরীক্ষা হবে। পরীক্ষা পদ্ধতিতে কোনো ধরনের পরিবর্তন আনা হচ্ছে না।
বর্তমান পদ্ধতি অনুযায়ী এসএসসি ও এইচএসসির ফল মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকলে মেডিকেলে ভর্তির আবেদন করা যায়। এরপর পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীই ভর্তির সুযোগ পান।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের আগে দেশের মেডিকেল কলেজগুলোতে কোনো ভর্তি পরীক্ষা ছিল না। ভর্তি পরীক্ষা নেয়া শুরু হয় ১৯৮০’র দশকে।
বাংলাদেশের সবগুলো মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট ৮ হাজার ৪৯৩টি আসন রয়েছে।
এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ২ হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পান।
এছাড়া ৯টি ‘পাবলিক’ ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে।
COMMENTS