গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ইন্দ্রবপুর তথা রাথুরা মৌজায় অবস্থিত ঐতিহ্য বাহী বিশ্বমানের পর্যটন কেন্দ্র বঙ্গবন্ধু সাফারি পার্কে সদ্য আনা খোলামেলা বাঘের আক্রমণে একজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।আহত বিষ্নু (৩৫) চন্দ্র বর্মণ উক্ত পার্কের এক জন বন রক্ষী। মঙ্গলবার সন্ধ্যায় খোলামেলা বাঘকে খাচাঁয় রাখার জন্য বাঘের পাশে দাড়িয়ে অসাবধানতাবশত বাশিতেঁ ফুঁ দিলে তাৎক্ষণাৎ দু’টি বাঘ বনরক্ষির উপর আক্রমণ করে। পরে তাকে উদ্ধার করে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বনরক্ষির অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বনরক্ষির অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।
COMMENTS