ছাত্রলীগকে লেখাপড়া করে একজন আদর্শ-যোগ্য এবং প্রকৃত মানুষ হতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ছাত্রলীগের উদ্দেশে তিনি বলেছেন, ‘লেখাপড়া করে একজন আদর্শ-যোগ্য এবং প্রকৃত মানুষ হতে হবে। সব সময় জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে ত্যাগের মানসিকতা লালন করতে হবে। তাহলেই দেশ ও জাতির উপকারে আসতে পারবে।’
রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে শনিবার বিকেলে ছাত্রলীগ আয়োজিত ‘শোক দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ছাত্রলীগের উদ্দেশে তিনি বলেছেন, ‘লেখাপড়া করে একজন আদর্শ-যোগ্য এবং প্রকৃত মানুষ হতে হবে। সব সময় জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে ত্যাগের মানসিকতা লালন করতে হবে। তাহলেই দেশ ও জাতির উপকারে আসতে পারবে।’
রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে শনিবার বিকেলে ছাত্রলীগ আয়োজিত ‘শোক দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সাংবিধানিক পন্থায় রাষ্ট্র পরিচালনার জন্যই সংবিধান সংশোধন করা হয়েছে। অসাংবিধানিক পন্থায় নয়, রাষ্ট্র পরিচালিত হবে সাংবিধানিকভাবেই।’
তিনি বলেন, ‘ভবিষ্যতে কেউ যেন ক্ষমতায় এসে দেশকে জঙ্গি রাষ্ট্র না বানাতে পারে সেদিকে দেশবাসীকে লক্ষ্য রাখতে হবে।’
১৫ আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যার পর অসাংবিধানিকভাবে অনেকে রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করেছে বলে অভিযোগ করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, ‘কেউ কেউ স্বঘোষিতভাবে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করেছেন। তাই আর কখনও মানুষের সাংবিধানিক অধিকার যেন বিলুপ্ত না হয় তার জন্য সংবিধান সংশোধন করা হয়েছে। কারণ সাংবিধানিক অধিকার ছাড়া গণতন্ত্র সুরক্ষিত হয় না। আর গণতন্ত্র সুরক্ষিত না থাকলে এর বিরূপ প্রভাব পড়ে দেশের অর্থনীতির ওপর।’
সরকারের উন্নয়ন তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকার যানজট নিরসনে মিরপুর, বনানী ফ্লাইওভার করেছি। শিগগিরই যাত্রাবাড়ী ফ্লাইওভার উদ্বোধন করা হবে। ঢাকার উন্নয়নে মেট্রোরেল ও লিংক রোড করে দেব। দূষণমুক্ত ঢাকা নিশ্চিত করেছি। আইন-শৃঙ্খলা নিশ্চিত করেছি। সুশাসন প্রতিষ্ঠা করেছি, সোনার বাংলার উন্নয়ন করেছি।’
তিনি বলেন, ‘গতবার ক্ষমতায় এসে ছাত্রদের হাতে মোবাইল তুলে দিয়েছিলাম। এবার ক্ষমতায় এসে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ল্যাপটপ তুলে দিয়েছি। মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিয়েছি। ডিজিটাল বাংলাদেশ গড়তে সক্ষমও হয়েছি।’
ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.স. আরেফিন সিদ্দিক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।
COMMENTS