প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আমরা রাজনৈতিক উন্নয়ন নয়, বরং সুষম উন্নয়নে বিশ্বাসী। আমরা হিসেব করে দেখেছি কোন কোন জেলায় বিশ্ববিদ্যালয় নেই, আগামীতে সেখানেও বিশ্ববিদ্যালয় করা হবে। শুধু সরকারি নয় বেসরকারি ভাবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে।”
আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, “জেলা ভিত্তিক চাহিদা অনুযায়ী উন্নয়ন করা হবে। কেন্দ্রের কাছে শুধু বাজেট পরিকল্পনা, অর্থায়ন ও মনিটরিং এর ব্যবস্থা থাকবে। বাকি সব কাজ স্তরে স্তরে ভাগ করে দেব।”
সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, “জেলা ভিত্তিক চাহিদা অনুযায়ী উন্নয়ন করা হবে। কেন্দ্রের কাছে শুধু বাজেট পরিকল্পনা, অর্থায়ন ও মনিটরিং এর ব্যবস্থা থাকবে। বাকি সব কাজ স্তরে স্তরে ভাগ করে দেব।”
সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আসন্ন নির্বাচন নিয়ে শেখ হাসিনা বলেন, “আগামী নির্বাচন হবে সংবিধান মোতাবেকই। এরই ভেতর নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়েছে।"
নির্বাচন নিয়ে সংলাপ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “আমি আলোচনার প্রস্তাব দিয়েছি। তখন তিনি এর জবাবে ৪ মে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দিলেন। ৪৮ ঘণ্টা পর নাকি আমরা পালানোর পথ খুঁজে পাব না। এরপর সবাই তাদের হত্যা, নৈরাজ্য দেখেছেন।”
এ সময় জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, লতিফ সিদ্দিকী, মতিয়া চৌধুরী, নূহ-উল আলম লেনিন, কাজী জাফরউল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।
COMMENTS