গাজীপুরে পুলিশ পরিচয়ে পোশাক পরে এক যুবলীগ নেতার বাড়িসহ দু’বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাড়ির লোকদের অস্ত্রেও মুখে জিম্মি করে নগদ টাকাসহ স্বর্নালংকার লুট করে নিয়ে । শনিবার ভোর রাতে জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তেলিহাটি গ্রামে ও পাশের ডুমবাড়ি চালা গ্রামে ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতির শিকার তেলিহাটি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খোকা জানান, রাত আনুমানিক পৌনে ২টায় পুলিশ পরিচয় দিলে দরজা খুলা মাত্রই পুলিশের পোশাক পরিহিত মুখোশধারী ১৫/২০জনের একদল ডাকাত জোরপূর্বক ঘরে প্রবেশ করে। পরে তারা বাড়ির সকলকে হাত-পা বেঁধে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।
ডাকাতির শিকার তেলিহাটি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন খোকা জানান, রাত আনুমানিক পৌনে ২টায় পুলিশ পরিচয় দিলে দরজা খুলা মাত্রই পুলিশের পোশাক পরিহিত মুখোশধারী ১৫/২০জনের একদল ডাকাত জোরপূর্বক ঘরে প্রবেশ করে। পরে তারা বাড়ির সকলকে হাত-পা বেঁধে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।
একই কায়দায় রাত সোয়া ১২ টায় পাশ্ববর্তী ডোমবাড়িচাল গ্রামের কৃষক নাজিম উদ্দিনের বাড়ীর সকলকে হাত-পা বেঁধে নগদ ৬০ হাজার টাকা, স্বর্নালংকার, মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। ডাকাতির ঘটনায় উভয় পরিবারের পক্ষ থেকে শ্রীপুর মডেল থানায় মৌখিকভাবে জানালে পুলিশ তাদেরকে চুরির অভিযোগ লিখে নিয়ে আসার পরামর্শ দেন।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, স্থানীয় এক সাংবাদিকের কাছে ডাকাতির বিষয়ে অবগত হয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তবে সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত (সাড়ে ৬টা) কোনো অভিযোগ পাননি বলে জানান।
COMMENTS