জাপানের সুজুকি মটর করপোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে দেশীয় কারখানায় মটর সাইকেল উৎপাদন করতে যাচ্ছে র্যাংগস গ্রুপ।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র্যাংগস গ্রুপ ও র্যাংকন মোটরবাইকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান র্যাংগস গ্রুপ ও র্যাংকন মোটরবাইকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী।
তিনি বলেন, গাজীপুরের ভবানীপুরে সুজুকি মোটর করপোরেশনের তত্ত্বাবধানে প্রায় ৮০ কোটি টাকা ব্যায়ে কারখানা স্থাপন শুরু হয়েছে।
প্রথম বছর ১১০, ১২৫ ও ১৫০ সিসি- এই তিনটি মডেলের প্রায় ২০ হাজার মোটর সাইকেল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, প্রাথমিকভাবে ভারত থেকে যন্ত্রাংশ আমদানি করা হবে। পর্যায়ক্রমে গাজীপুরের নিজস্ব কারখানাতেই যন্ত্রাংশ তৈরি করে সম্পূর্ণ দেশীয়ভাবে মটর সাইকেল প্রস্তুত করা হবে।
একলাখ ২৫ হাজার থেকে আড়াই লাখের মধ্যে এসব মটর সাইকেল গ্রাহকরা কিনতে পারবেন বলে জানান রউফ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, র্যাংগস গ্রুপের চেয়ারম্যান এ. রউফ চৌধুরী, সুজুকি মোটর করপোরেশনের ব্যবস্থাপক কাতসুমি তাকাতা, র্যাংকন মোটরবাইকস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার লুৎফর কবীরসহ অন্যান্যরা।
COMMENTS