গাজীপুরের চন্দ্রায় উচ্চ প্রযুক্তির টেলিভিশন তৈরির নতুন কারখানা স্থাপন করছে ওয়ালটন। আগামি বছরের শুরুতে উৎপাদনে যাবে এই কারখানা। নতুন এই কারখানা স্থাপনের ফলে ওয়ালটনের উৎপাদন ক্ষমতা বাড়বে ১০ গুন। বছরে ১০ লাখ সেট টিভি তৈরি হবে এখানে।
নতুন এ কারখানায় তৈরি হবে স্মার্ট টিভি, ওএলইডি, এলইডি, টুকে এলইডি, ফোরকে এলইডি ছাড়াও সিআরটি টিভি। সেইসঙ্গে টেলিভিশনের বিভিন্ন যন্ত্রাংশ, পিসিবি বোর্ড, প্যানেল, মাদারবোর্ড, কেবিনেট ইত্যাদি উৎপাদিত হবে। বাড়বে কারখানার জায়গা বা কর্ম এলাকা।
কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে ৮ লাখ বর্গফুট কর্ম এলাকায় শুরু হবে কাজ। পরে তা ১৪ লাখ বর্গফুটে উন্নীত হবে। এর ফলে কমে যাবে সব ধরনের টেলিভিশনের দাম। কর্মসংস্থানের ব্যবস্থা হবে দেশের অনেক বেকারের। এই কারখানায় তৈরি টেলিভিশন দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিও করা যাবে।
কিছুদিন আগে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।
২০১৪ সালের প্রথম দিকে এখানে উৎপাদন শুরু হবে।
নতুন এ কারখানায় তৈরি হবে স্মার্ট টিভি, ওএলইডি, এলইডি, টুকে এলইডি, ফোরকে এলইডি ছাড়াও সিআরটি টিভি। সেইসঙ্গে টেলিভিশনের বিভিন্ন যন্ত্রাংশ, পিসিবি বোর্ড, প্যানেল, মাদারবোর্ড, কেবিনেট ইত্যাদি উৎপাদিত হবে। বাড়বে কারখানার জায়গা বা কর্ম এলাকা।
কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে ৮ লাখ বর্গফুট কর্ম এলাকায় শুরু হবে কাজ। পরে তা ১৪ লাখ বর্গফুটে উন্নীত হবে। এর ফলে কমে যাবে সব ধরনের টেলিভিশনের দাম। কর্মসংস্থানের ব্যবস্থা হবে দেশের অনেক বেকারের। এই কারখানায় তৈরি টেলিভিশন দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিও করা যাবে।
কিছুদিন আগে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।
২০১৪ সালের প্রথম দিকে এখানে উৎপাদন শুরু হবে।
COMMENTS