![]() |
ওয়াসিম আকরাম তার অস্ট্রেলীয় বান্ধবী শ্যানিয়েরা থম্পসনক
|
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম তার অস্ট্রেলীয় বান্ধবী শ্যানিয়েরা থম্পসনকে বিয়ে করেছেন।
বুধবার তিনি তার বিয়ের এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে
জানানো হয়েছে, ঘোষণায় ওয়াসিম আকরাম বলেছেন, "আমি গত সপ্তাহে লাহোরে এক
সাধারণ অনুষ্ঠানে শ্যানিয়েরাকে বিয়ে করেছি। এটা আমার, আমার স্ত্রী ও
সন্তানদের জন্য এক নতুন জীবনের সূচনা।"
প্রতিবেদনে
জানানো হয়েছে, সাবেক জনসংযোগ কর্মকর্তা শ্যানিয়েরাকে (৩০) গত মাসে
বিয়ের প্রস্তাব দেন ওয়াসিম আকরাম এবং তারা বিয়ে করেছেন গত ১২ আগস্ট।
বিয়ের অনুষ্ঠানে ওয়াসিম আকরামের পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং বন্ধুরা ছিলেন।
ওয়াসিম আকরাম জানিয়েছেন, শ্যানিয়েরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং উর্দু শিখছেন।
পাকিস্তানের আইকন ক্রিকেটার ওয়াসিম আকরাম বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনকে বিয়ে করছেন বলে গুজব ছিল।
COMMENTS