রাজীব সরকারঃ গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধের কারণে বেতন বোনাস আনতে এ্যাম্বুলেন্স ব্যবহার করলো কাশিমপুর হাই-সিকিউটি কারা পুলিশ।
সোমবার দুপুরে পোশাক কারখানার শ্রমিকদের তুপের মুখে পড়ে জেলা শহরের রাজবাড়ী কোট বিল্ডিং শাখার সোনালী ব্যাংক থেকে কারা পুলিশের বেতন ও বোনাস আনতে অবলম্বন করলো ওই উপায়। সচেতন মহলের প্রশ্ন - পুলিশের যেখানে নিরাপত্তা নেই সাধারণ মানুষ সেখানে চলবে কিভাবে?
সোমবার দুপুরে পোশাক কারখানার শ্রমিকদের তুপের মুখে পড়ে জেলা শহরের রাজবাড়ী কোট বিল্ডিং শাখার সোনালী ব্যাংক থেকে কারা পুলিশের বেতন ও বোনাস আনতে অবলম্বন করলো ওই উপায়। সচেতন মহলের প্রশ্ন - পুলিশের যেখানে নিরাপত্তা নেই সাধারণ মানুষ সেখানে চলবে কিভাবে?
এ্যাম্বুলেন্স কোন রোগী ছিল কি না তা জানতে চাইলে কাশিমপুর হাই-সিকিউটি কারাগারের ডেপুটি জেলার নিজাম উদ্দিন গাজীপুরঅনলাইন.কম’কে জানান, এ্যাম্বুলেন্স কোন রোগী ছিল না। শ্রমিকদের আন্দোলন অবরোধ ও ভাংচুরের কারণে গাজীপুরের রাজবাড়ী কোট বিল্ডিং শাখার সোনালী ব্যাংক থেকে আমারদের বেতন ও বোনাস আনতে এ্যাম্বুলেন্স ব্যবহার করছি।
COMMENTS