অনন্ত জলিলের আলোচিত গ্রামীন ফোনের বিজ্ঞাপন ‘মিশন: ইমপসিবল’ এর ট্রেইলার দেখেই তার ভক্তরা অধির আগ্রহে প্রহর গুনছিলেন পুরো বিজ্ঞাপনটি দেখার জন্য। আর প্রতীক্ষার প্রহর শেষে যা ফল পাওয়া গেলো, তা সত্যিই অভাবনীয়।
‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ!’ এক ডায়লগেই অনন্ত’র বাজিমাৎ!প্রথমে ১২ সেকেন্ডের ট্রেইলার মুক্তির পর এবার ৫৪ সেকেন্ডের পূর্ণাঙ্গ বিজ্ঞাপনটি প্রকাশিত হলো। প্রতিবারই অনন্ত’র নতুন ছবি মুক্তির সাথে বেশ কিছুদিন আলোচনার তুঙ্গে থাকেন তিনি। তবে এবার একেবারে ভিন্নরূপে সবার মুখে ফিরছে অনন্ত’র নাম! দারুন জমকালো এক স্পাইয়ের রূপে অনন্ত নিয়ে এলেন গ্রামীণের নতুন সার্ভিস, যেখানে ব্যালেন্স শেষ হয়ে গেলেও জরুরী প্রয়োজনে ৫ টাকা অগ্রীম রিচার্জ করা যায়।
সম্প্রতি গ্রামীণ ফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন অনন্ত। সেই সূত্রে শুরু করেন এই বিজ্ঞাপনের কাজ। বিজ্ঞাপনের নাম ‘মিশন ইম্পসিবল।’ বিজ্ঞাপনটির শুটিং ব্যাংককে সম্পন্ন হয়, এবং এর পরিচালনায় ছিলেন খ্যাতিমান নাট্যনির্মাতা মেজবাউর রহমান সুমন। এ বিজ্ঞাপনে অনন্ত’র সাথে কাজ করেছেন মুমতাহিনা টয়া।
COMMENTS