এক সময়ের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা ও বাংলা সিনেমার মুকুট বিহীন সম্রাট আনোয়ার হোসেন চলে গেলেন না ফেরার দেশে (ইন্না লিল্লাহি…রাজিউন)।
বৃহস্পতিবার দিনগত রাত দুইটার দিকে রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এই জনপ্রিয় অভিনেতা ১৯ আগস্ট হাসপাতালে ভর্তি হন। জীবনাবসানের সময় এই অভিনেতা স্কয়ার হাসপাতালের আইসিইউ ২নং ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। ডা. মির্জা নাজিম উদ্দিন তার চিকিৎসা দিচ্ছিলেন। রাতে এই গুণী অভিনেতার লাশ স্কয়ার হাসপাতালের হিমাগারে রাখা হয়। শুক্রবার বাদজুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জানাজা শেষে তাঁকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
বরেণ্য এই অভিনয় শিল্পী ১৯৩১ সালের ৬ নভেম্বর জামালপুর জেলার সরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তাঁর অভিনীত প্রথম ছবির নাম তোমার আমার। এরপর একের পর এক ছবিতে অভিনয় করতে থাকেন এই বরেণ্য শিল্পী। নবাব সিরাজুদ্দৌলা` ছবিতে নাম ভূমিকায় অভিনয় করে আনোয়ার হোসেন বাংলার মুকুটহীন সম্রাট` অভিধা পেয়েছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে অভিনেতা আনোয়ার হোসেনকে দেখতে স্কয়ার হাসপাতালে যান। সেখানে তিনি শিল্পী আনোয়ার হোসেনের চিকিত্সার জন্য তাঁর আত্মীয়-স্বজনের কাছে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
COMMENTS