ইন্টারন্যাশনাল ডেস্ক: ”যোধপুরের আশ্রমে ১৬ বছরের ওই কিশোরীর সঙ্গে একা নিভৃতে সময় কাটাইনি” | রাজস্থান পুলিশের কাছে দাবি করলেন আশারাম বাপু | স্বঘোষিত এই গডম্যানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ওই স্কুল-ছাত্রীর শ্লীলতাহানি করেছেন |
কিশোরীর পরিবারের দাবি, আশারাম বাপু বলেছিলেন মেয়েটিকে অশুভ শক্তির হাত থেকে মুক্ত করবেন | এই বলে নিভৃতে আশ্রমের ঘরে কিশোরীকে নিয়ে যান আশারাম | প্রায় ঘন্টাখানেক থাকেন | সেই সময়েই তিনি শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ |
কিশোরীর পরিবারের দাবি, আশারাম বাপু বলেছিলেন মেয়েটিকে অশুভ শক্তির হাত থেকে মুক্ত করবেন | এই বলে নিভৃতে আশ্রমের ঘরে কিশোরীকে নিয়ে যান আশারাম | প্রায় ঘন্টাখানেক থাকেন | সেই সময়েই তিনি শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ |
শনিবার রাতে গ্রেফতার করা হয় আশারামকে | পরের দিন তাঁকে আনা হয় যোধপুরে | সেখানেই Rajasthan Armed Constabulary Battalion-এর হেফাজতে আছেন তিনি |
বরাবর সব অভিযোগ অস্বীকার করে আশারামের দাবি, ওই মেয়েটি আর তার পরিবারের সঙ্গে সৎসঙ্গ-এ দেখা হয় তাঁর | এর বেশি কিছু না |
সবথেকে বড় কথা, পুলিশের কাছে আশারাম বলেন, স্নায়ু- রোগের কারণে তিনি কাউকে sexual assaultকরতে পারেন না | পুলিশ তাঁর এই দাবি নস্যাৎ করে বলেছে, আশারামের এই দাবি মিথ্যে | পুলিশের ডাক্তার পরীক্ষা করে দেখেছে তিনি সম্পূর্ণ সুস্থ | পাশ করেছেন Potency Test-এ |
গত সপ্তাহে বহু চেষ্টা করেও গ্রেফতার এড়াতে পারেননি আশারাম | এবার দেখা যাক পুরুষত্বের পরীক্ষায়”সসম্মানে উত্তীর্ণ” হওয়ার পরে তাঁর কী পরিণতি হয়!
কারণ পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে ৭৫ বছরের এই বৃদ্ধ মোটেও পুরুষত্বহীন বা যৌনসক্ষমতাহীন নন |
COMMENTS