টানা দ্বিতীয়বারের মত এশিয়া কাপ ক্রিকেট আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ। আগামী বছর এশিয়া কাপের ১২তম আসর বসতে যাচ্ছে বাংলাদেশে। আর এ নিয়ে চতুর্থবারের মত এশিয়া কাপ আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ। ২০১৪ সালের ২৪ ফেব্র“য়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়া কাপ টুর্নামেন্ট।
১৯৮৪ সালে সংযুক্ত আরব আমিরাতে প্রথম অনুষ্ঠিত হয় এশিয়া কাপের আসর। এরপর ১১টি আসরে অংশ নিয়ে ফেলে এশিয়ার দলগুলো। সর্বশেষ ২০১২ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয় ১১তম আসর।
১৯৮৪ সালে সংযুক্ত আরব আমিরাতে প্রথম অনুষ্ঠিত হয় এশিয়া কাপের আসর। এরপর ১১টি আসরে অংশ নিয়ে ফেলে এশিয়ার দলগুলো। সর্বশেষ ২০১২ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয় ১১তম আসর।
তবে আবারো এশিয়া কাপ আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ। টানা দ্বিতীয়বার ও এ নিয়ে চতুর্থবার এশিয়া কাপ আয়োজনের সুযোগ পেল টাইগাররা। ১৯৮৮ সালে প্রথম বাংলাদেশে অনুষ্ঠিত হয় এশিয়া কাপ। ঐ আসরটি বসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এরপর ২০০০ সালে আবারো এশিয়া কাপ আয়োজন করে বাংলাদেশ। সেবারও এশিয়া কাপের টুর্নামেন্ট অনুষ্টিত হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
এরপর দীর্ঘদিন আয়োজনের সুযোগ না পেলেও, ২০১২ সালে তৃতীয়বারের মত এশিয়া কাপ আয়োজন করে বাংলাদেশ। ঐ আসরে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে ফাইনালে উঠে স্বাগতিকরা। কিন্তু সেখানে ভাগ্যে সাথে না থাকায় মাত্র ২ রানে পাকিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ। তাই ঐ আসরে শিরোপা না পাবার ক্ষোভ মুছে ফেলার দারুন এক সুযোগ আবারো পাবে সাকিব-তামিম-মুশফিকরা।
COMMENTS