কালিয়াকৈর উপজেলার পশ্চিম বাশতলী দিঘীর পাড় এলাকার বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাত বছরের এক কন্যা শিশু মারা গেছে। নিহত হলেন, ওই এলাকার নূরুল ইসলামের মেয়ে নিপা।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিপা বুধবার সকাল বেলা একই বয়সের ছেলে মেয়েদের সাথে খেলা-ধুলা করছিল। খেলা-ধুলা শেষে নিপা প্রতিদিনের মতো বিলের পানিতে গোসল করতে যায়। অন্য ছেলে-মেয়েরা গোসল শেষে যার যার বাড়ী চলে যায়। কিন্তু নিপা আর বাড়িতে ফিরে না। পরে অনেক খোজাখুজির পরও তাকে পায় যায়নি। এ ব্যাপারে খেলার সাথীরাও নিপার কোন খবর বলতে পারে না। পরে বিলের পানিতে ভাসা অবস্থায় নিপাকে দেখে এলাকাবাসী তাদের বাড়িতে খবর দেয়। এলাকার লোকজন পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার তাকে করে।
COMMENTS