শিহাব খান, শ্রীপুর প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৭তম জন্মদিন উপলক্ষ্যে গাজীপুরের ভবানীপুরে কেক কাটা ও আনন্দ র্যালী করেছে ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগ। ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর-৩ (শ্রীপুর-মির্জাপুর-ভাওয়ালগড়) আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট রহমত আলী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৭তম জন্মদিন উপলক্ষ্যে গাজীপুরের ভবানীপুরে কেক কাটা ও আনন্দ র্যালী করেছে ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগ। ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর-৩ (শ্রীপুর-মির্জাপুর-ভাওয়ালগড়) আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট রহমত আলী।
জামিল হাসান দূর্জয়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভানেত্রী ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তিনি কেক কেটে ও পায়রা উড়িয়ে আনন্দ র্যালী উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালনের সুচনা করেন।
পরে তিনি সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, শেখ হাসিনা আপনাদের পাশে থাকবে এবং আওয়ামীলীগের সকল নেতাকর্মী আপানাদের পাশে থাকবে। কোনো অপশক্তিকে এ দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না। এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নূরুন্নবী আকন্দ, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, তেলিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, শ্রীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশীদ ফরিদ, জাতীয় শ্রমিক লীগ শ্রীপুর আঞ্চলিক শাখার সভাপতি জোবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।
পরে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস, পিকআপ ভ্যান নিয়ে নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ শ্রীপুরের প্রত্যন্ত অঞ্চল প্রদক্ষিণ করে।
COMMENTS