মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা। রাজধানীসংলগ্ন টঙ্গীর কহর দরিয়া খ্যাত তুরাগ তীরে ২০১৪ সালের ৪৯তম বিশ্ব ইজতেমা ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ইজতেমা সফল করতে ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে কর্তৃপক্ষ। স্থানসংকুলানের কারণে আগের ন্যায় এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা।
ইজতেমা ময়দানের জিম্মাদার মো. গিয়াসউদ্দিন জানান, ২৪ জানুয়ারি ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে ৪৯তম বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব ২৪, ২৫, ২৬ জানুয়ারি। চার দিন বিরতি দিয়ে ৩১ জানুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশি লাখ লাখ মুসলি্ল অংশ নেবেন ইজতেমায়। প্রতি বছরের ন্যায় এবারও জেলাওয়ারি খিত্তায় অবস্থান নেবেন তারা। ইজতেমা কর্তৃপক্ষ জানায়, আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে এসএসসি পরীক্ষা শুরুর কথা। যদি শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বহাল থাকে সে ক্ষেত্রে স্থানীয় শিক্ষার্থী ও মুসলি্লরা অনেকটা অসুবিধার সম্মুখীন হতে পারে। এ বিষয়ে ইজতেমা কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য আবেদন করবে।এ ব্যাপারে স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল বলেন, এবার যেহেতু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ফেব্রুয়ারির প্রথম দিকে সেহেতু আগত মুসলি্লদের চলাচলের ও শিক্ষার্থীদের সুবিধার্থে ফেব্রুয়ারির প্রথম দিকে এসএসসি পরীক্ষার দিন-তারিখ কয়েক দিন পিছিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।
COMMENTS