রাজীব সরকারঃ কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে উত্তরবঙ্গ সফরের সময় শনিবার সন্ধ্যায় বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সড়কের দুই পাশে দাড়িয়ে অভ্যর্থনা জানানোকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ওই সময় কমপক্ষে ৬জন আহত হয়।
বিএনপির নেতাকর্মীরা জানান, বিএনপি থেকে বহিস্কৃত স্থায়ী কমিটির সদস্য চৌধুরী তানবির আহম্মদ সমর্থকরা তানবীরের ছবি নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সফিপুর বাজার এলাকায় দুপরের পর থেকেই দাড়িয়ে অপেক্ষা করতে থাকে। ওই সময় তানবীর সমর্থক কর্মী বাদশা মিয়ার সাথে স্থানীয় বিএনপির কর্মী রবিন ও ফরহাদের সাথে কথা কাটাকাটি হয়। ওই সময় অন্যান্য নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে সড়কে ধাওয়া পাল্টার ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সন্ধ্যা ৬ টার দিকে বিএনপির চেয়ারপারশন বেগম খালেদা জিয়া উত্তরবঙ্গ যাওয়ার সময় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর খান, পৌর মেয়র মজিবুর রহমান সমর্থিত নেতাকর্মী নানা রকম প্লেকার্ড, ফেষ্টুন, নিয়ে শ্লোগানে মুখরিত করে তোলে। ওই সময় বিএনপির চেয়ারপারশন বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে ফুলের পাপড়ি ছিটিয়ে অভ্যর্থনা জানায় নেতাকর্মীরা।
COMMENTS