বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন দেশের কোন উন্নয়ন হয়নি। তারা দেশের উন্নয়ন না করে লুটপাটে ব্যস্ত ছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের অনেক উন্নয়ন হয়েছে। এ পর্যন্ত কালীগঞ্জে ১২০ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মান করেছি। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
মঙ্গলবার বিকেলে কালীগঞ্জের তুমলিয়া ইউনিয়নে শুভ গ্রাম বিদ্যুতায়ন উপলক্ষে পাকুরিয়া, ভাইয়াসুতি ও ফিরিন্দা এলাকার জয়কালী মন্দিরে শুভ গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
তুমলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাজী মোঃ সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট আশরাফী মেহেদী হাসান, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি কালীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী শেখ মোহাম্মদ আলী, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুবকর মিয়া প্রমূখ।
পরে চুমকি পাকুরিয়া, ভাইয়াসুতি ও ফিরিন্দা গ্রামের ৮০টি পরিবারকে বিদ্যুতায়নের শুভ উদ্বোধনী ঘোষনা করেন। এ ছাড়াও তিনি নাগরী ইউনিয়নের কোটরাটি গ্রামে ৩১টি পরিবারের মাঝে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে তুমলিয়া ও নাগরী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
COMMENTS