সংসদ বহাল থাকা অবস্থায় নির্বাচন করতে দেয়া হবে না বলে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অধ্যাপক এম এ মান্নান বলেছেন, সংসদ বহাল রেখে সংসদ নির্বাচনের নজির পৃথিবীর কোনো দেশে নেই। সংসদ বহাল রেখে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন করতে দেয়া হবে না।
মঙ্গলবার গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে জাতীয়তাবাদী দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সমাবেশের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন সরকার, ডা. মাজহারুল আলম প্রমুখ।মঙ্গলবার গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠে জাতীয়তাবাদী দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সমাবেশে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার ঘোষণা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের দাবী মেনে নেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। তত্ত্বাবধায়ক সরকারের দাবী না মানলে ঈদ-উল-আযহার পর কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন।
পরে বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
COMMENTS