‘শুদ্ধ দেশি রোমান্সে’র সাফল্যের জোয়ারে ভাসছেন পরিনীতি চোপড়া। মুক্তির পরই দর্শকপ্রিয়তা অর্জন করেছে পরিনীতি অভিনীত সিনেমাটি। সিনেমার সাফল্যে দারুণ খুশি বলিউড ওই অভিনেত্রী।
৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার পর থেকে সাফল্যের পাশাপাশি বিতর্কও পিছু ছাড়ছে না তার। বলিউডের বাতাসে গুঞ্জন রটেছে ছবিটি করার সময় শটের প্রয়োজনে নায়ক সুশান্ত সিং রাজপুত এই নায়িকার ঠোঁটে ২৭ বার চুমু খেয়েছেন!
তবে পরিনিতি চোপড়া বলছেন, ছবির প্রয়োজনে এমনটি হতেই পারে। একটি শট পরিচালকের অপছন্দ হলে, তা আবার নেয়ার প্রয়োজন পড়ে। এজন্য এমনটা হওয়া অস্বাভাবিক কিছু নয়।
COMMENTS