বলিউডে বিকিনি নতুন কিছু নয়। শুরু থেকেই নায়িকারা দৃশ্যের প্রয়োজনে বিকিনি পরে থাকেন। কিন্তু সঞ্জয় লীলা বানসালির রাম লীলা ছবিতে দীপিকা যে লীলা দেখালেন তাতে তাজ্জব সকলেই। দীপিকা প্রায়ই বিকিনি পরেন, তাই বলে এত সংক্ষিপ্ত বিকিনি তিনি আগে কখনই ক্যামেরার সামনে পড়েননি।
হাম দিল দে চুকে, দেবদাসের মতো বিখ্যাত ছবির পরিচালক কি এমন মসলা ছবি বানাচ্ছেন যে দীপিকাকে এই আজব রেকর্ড তৈরি করতে হবে?
বানসালি জানালেন, ছবিটা মানসিক, দৈহিক ভাবে খুবই ডিমান্ডিং। কাজেই ছবিটা না দেখে এখনই মন্তব্য করা যাচ্ছে না।
COMMENTS