ঐশ্বরিয়া রাই বচ্চন
ঐশ্বরিয়া রাই বচ্চন এক সময় ছবি প্রতি ৬ কোটি টাকা নিতেন। কিন্তু মা হয়ে যাওয়ার পর তিনি নাকি এখন অনেকের তুলনায় কম পারিশ্রমিকেও কাজ করছেন। তিনি আর অভিষেক বচ্চন নাকি একটি প্রসাধনীর বিজ্ঞাপনে কাজ করার জন্য সম্মিলিতভাবে ২৫ কোটি টাকা পেয়েছেন। কিন্তু এর পর তিনি কত পারিশ্রমিক নিতে পারেন, তা এখনো আন্দাজ করা যাচ্ছে না।
ঐশ্বরিয়া রাই বচ্চন এক সময় ছবি প্রতি ৬ কোটি টাকা নিতেন। কিন্তু মা হয়ে যাওয়ার পর তিনি নাকি এখন অনেকের তুলনায় কম পারিশ্রমিকেও কাজ করছেন। তিনি আর অভিষেক বচ্চন নাকি একটি প্রসাধনীর বিজ্ঞাপনে কাজ করার জন্য সম্মিলিতভাবে ২৫ কোটি টাকা পেয়েছেন। কিন্তু এর পর তিনি কত পারিশ্রমিক নিতে পারেন, তা এখনো আন্দাজ করা যাচ্ছে না।
আনুশকা শর্মা
যার বয়স মাত্র ৪-৫টা সিনেমা, তিনি যখন ছবি প্রতি ১-১.৫ কোটি টাকা নিচ্ছেন বলে শোনা যাচ্ছে, তখন বুঝতেই হবে তিনি রীতিমতো বড় দৌড়ে রয়েছেন। বিজ্ঞাপনে কাজের জন্য তিনিও দিন প্রতি এক কোটি টাকা নেন। যেটাও বেশ মোটা অঙ্কই একজন উঠতি তারকার ক্ষেত্রে।
সোনম কাপুর
মজার ব্যাপার সোনম কাপুরের বিজ্ঞাপনে কাজের দাম বেশ চড়া। দিন প্রতি এক কোটি। কারণ ওই বিভাগে তিনি রীতিমতো জনপ্রিয়। যেখানে ছবিতে কাজের জন্যও তিনি এক কোটি টাকার আশেপাশেই পারিশ্রমিক নেন বলে শোনা যায়।
কারিনা কাপুর
করিনা কাপুর বলিউডের সবেচেয়ে দামি অভিনেত্রীর একজন। ছবিতে কাজের জন্য তিনি ৬-৮ কোটি টাকা নেন। ‘হিরোইন’ কাজের জন্য অবশ্য ৫ কোটি টাকা নিয়েছিলেন। বিজ্ঞাপনে কাজের জন্য দিন প্রতি ১-১.২৫ কোটি টাকার কাছাকাছি নেন তিনি।
বিদ্যা বালান
‘ডার্টি পিকচার’-এর পরেই বিদ্যা তার আসল মূল্য আর খ্যাতিটা পেলেন। তিনি এই মুহূর্তে প্রথম পাঁচজন বলিউড অভিনেত্রীর মধ্যে। ৩ থেকে ৫ কোটি টাকার মধ্যে তার পারিশ্রমিক। বিজ্ঞাপনে কাজের জন্য দিন প্রতি তিনি এক কোটি টাকা নেন।
প্রিয়াঙ্কা চোপড়া
ছবি প্রতি তিনি নাকি পারিশ্রমিক নেন নেন ৫ কোটি টাকা। শোনা যাচ্ছে, ‘জঞ্জির’-এর জন্য দ্বিগুণ পারিশ্রমিক দাবি করেছেন তিনি। বিজ্ঞাপনে কাজের জন্য তিনি দিন প্রতি ০.৬৫ কোটি থেকে ০.৭৫ কোটি টাকার মতো নেন। যা কি না ক্যাটরিনা বা কারিনার বিজ্ঞাপনে কাজের পারিশ্রমিকের তুলনায় বেশ কম।
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফও অনেক ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়েছেন। তাই তিনি এই জায়গায় পৌঁছতে পেরেছেন। ২০০৬ থেকে তিনি সুপারস্টার হয়ে যান। যত দূর জানা যায়, তিনি নাকি ছবি-পিছু ৮ কোটি টাকা নেন। বিজ্ঞাপনে কাজের জন্য দিন প্রতি এক কোটি।
দীপিকা পাডুকোন
মডেলিং দিয়ে শুরু। ছবিতে আসেন ‘ওম শান্তি ওম’-এ কাজ করে। ২০০৭ সালে সবচেয়ে সফল অভিনেত্রীর শিরোপা ছিল তার কাছে। শোনা যাচ্ছে, তিনি নাকি ছবি প্রতি তিন কোটি টাকা নিচ্ছেন এখন। বিজ্ঞাপনে কাজ করার জন্য প্রতিদিন এক কোটি টাকা নিচ্ছেন নাকি দীপিকা।
সোনাক্ষী সিনহা
সোনাক্ষী হচ্ছেন সেই অভিনেত্রী, যিনি সিঁড়ি ভাঙছেন দ্রুত। এখন ছবির জন্য নাকি ২-৩ কোটি আর বিজ্ঞাপনের জন্য দিনপ্রতি এক কোটি টাকা নিচ্ছেন তিনি।
বিপাশা বসু
বিপাশা ২ কোটি টাকার মতো নেন ছবিতে কাজের জন্য। এই অঙ্কটাই প্রমাণ করে, তিনি বলিউডের প্রধান অভিনেত্রীদের তালিকায় রয়েছেন। বিজ্ঞাপনে কাজের জন্য দিন প্রতি তার পারিশ্রমিক ৫০ লাখের মতো।
COMMENTS