গতকাল শুক্রবার দুপুরে কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের চাতৈলভিটি এলাকায় বন্ধুকে বিলের পানি থেকে বাঁচাতে গিয়ে আমিনুল ইসলাম (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে । সে ঐ এলাকার বিদ্যা বেপারির ছেলে বলে জানা গেছে ।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বন্ধুদের সাথে পাশের বিলে গোসল করতে যায় আমিনুল। এ সময় তার এক বন্ধু বিলের পানিতে ডুবে মারা যাওয়ার উপক্রম হলে আমিনুল তাকে বাঁচাতে যায়। কিন্তু বন্ধুকে বাঁচাতে গিয়ে সে নিজেই বিলের গভীর পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে অন্য বন্ধুরা তাকে উদ্ধার করলেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বন্ধুদের সাথে পাশের বিলে গোসল করতে যায় আমিনুল। এ সময় তার এক বন্ধু বিলের পানিতে ডুবে মারা যাওয়ার উপক্রম হলে আমিনুল তাকে বাঁচাতে যায়। কিন্তু বন্ধুকে বাঁচাতে গিয়ে সে নিজেই বিলের গভীর পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে অন্য বন্ধুরা তাকে উদ্ধার করলেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
নিহত আমিনুল ইসলাম আশুলিয়ার আলহাজ আব্দুল মান্নান ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল।
এ দিকে, তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
COMMENTS