জলাবদ্ধতা নিরসন, রাস্তা নির্মাণসহ গুরুত্বানুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন কাজ সম্পন্ন করা হবে। এসব কাজে জাইকারও সহযোগিতা নেওয়া হচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক সিটি কর্পোরেশনে পরিণত করার জন্য যা করা দরকার তা-ই করার চেষ্টা করা হবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র এম এ মান্নান ২ সেপ্টেম্বর সোমবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫নম্বর ওয়ার্ডের ভোগড়া বাইপাস, ভোগড়া মধ্য ও পূর্ব পাড়ার জলাবদ্ধতা পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে এলাকাবসীর উদ্দেশে তিনি ওইসব কথা বলেন।
গাজীপুর সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র এম এ মান্নান ২ সেপ্টেম্বর সোমবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৫নম্বর ওয়ার্ডের ভোগড়া বাইপাস, ভোগড়া মধ্য ও পূর্ব পাড়ার জলাবদ্ধতা পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে এলাকাবসীর উদ্দেশে তিনি ওইসব কথা বলেন।
এ সময় তার সাথে ছিলেন জাসাসের কেন্দ্রীয় সহ-সভাপতি সোহরাব উদ্দিন, ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল আহমেদ সরকার, বিএনপি নেতা সাইফুল ইসলাম, বাবুল সরকার, গাজীপুর সদর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সুরুজ আহমেদ, ১৫নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি মো. গিয়াস উদ্দিন, আব্দুস সালাম, আতাউর রহমান প্রমূখ।
১৫ ওয়ার্ডের বাসন সড়ক এলাকার বাসিন্দা ওয়ার্কশপ মালিক নাজিম উদ্দিন জানান, বৃষ্টি হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক, ভোগড়া বাইপাস ও আশপাশের শাখা সড়কগুলো পানিতে নিমজ্জিত থাকে। বৃষিটর দু থেকে তিন ঘন্টা পর্যন্ত শাখা সড়কগুলো দিয়ে চলাচল করা যায় না।
ভোগড়া এলাকার ফার্ণিচার ব্যবসায়ী আব্দুস ছালাম জানান, ভোগড়া বাইপাস ও আশপাশের এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নেই। সামান্য বৃষ্টিতে বাড়ি-ঘরে পানি ওঠে। জলজ প্রাণীগুলো ঘরের ভেতর বাসা বাঁধায় দুর্ভোগে পড়েন এলাকাবাসী।
প্রসঙ্গত, ৬জুলাই মেয়র নির্বাচিত হওয়ার পর এমএ মান্নান প্রথম সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ওই ওয়ার্ড পরিদর্শন করেন।
COMMENTS