পলাশ প্রধান, টঙ্গী থেকেঃ গত রোববার রাতে টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় হত্যা মামলার আসামিরা জামিনে এসে ছয়জনকে কুপিয়ে গুর“তর আহত করেছে একদল সন্ত্রাসী। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে টঙ্গী মডেল থানায় মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আহতরা বিভিন্ন অপরাধমূলক কাজে সন্ত্রাসীদের বাঁধা দিয়ে আসছিল। এরই জের ধরে রোববার সন্ধ্যা থেকেই প্রতিপক্ষকে মারার জন্য সন্ত্রাসীরা উৎ পেতে থাকে। এসময় রাত সারে ১০টায় টঙ্গীর চাঞ্চল্যকর কাউসার ও জালাল হত্যা মামলার আসামী জসিম, শাহজাহান ও পাগলা বাবুর সন্ত্রাসী বাহিনী সদস্যরা ছয়জনকে রাস্তায় পেয়ে বুকে অস্ত্র ঠেকিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে সাইদুর(২৪) আহসান উলাহ আকাশ (২০) মেরাজ(১৮) সুকুমার(১৮) মাসুম (২৫) ও মুছা (২৫) কে গুর“তর আহত করে। আহতদের প্রথমে টঙ্গী সরকারি হাসপাতাল ও পরে পাঁচ জনকে গুর“তর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রত্যেক্ষদর্শীরা আরো জানায়, ঘটনার পর সন্ত্রাসীরা ওই এলাকায় গণছিনতাই শুর“ করে। ছিনতাইকারীদের কবলে পরে কমপক্ষে ২০জন পথচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ স্বর্ণালংকার ও মোবাইলসেট ছিনিয়ে নিয়ে গেছে। এসময় ছিনতাইকারীরা স্থানীয় নূর নবীর বাড়ী ও ডাক্তার আলী আকবরের দোকান ভাংচুর করে।
এ ব্যাপারে টঙ্গী মডেল থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সন্ত্রাসীরা চিহ্নিত ও বিভিন্ন মামলার আসামী। এরা জামিনে এসে বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত। চিহ্নিত এসব সন্ত্রাসীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
COMMENTS